মার্কিন নির্বাচনের দিনে গুগলের বিরুদ্ধে বড় অভিযোগ উঠল আমেরিকায়। দাবি করা হল, সার্চ ইঞ্জিন কমলা হ্যারিসের প্রতি 'পক্ষপাতদুষ্ট'! বহু গুগল ব্যবহারকারী দাবি করেন, কেউ যখন এটা বলে সার্চ করছেন - 'ট্রাম্পের জন্যে কোথায় ভোট দিতে পারি?'; তখন যে সার্চ রেজাল্ট আসছে, তা সাহায্য করছে না। তবে যদি গুগলকে প্রশ্ন করা হয় - 'কমলা হ্যারিসের জন্যে কোথায় ভোট দিতে পারি?' তখন নাকি ফলাফল আসছে, তা অনেক বেশি সাহায্য করছে ব্যবহারকারী। এই নিয়ে বিতর্ক শুরু হতে অবশ্য গুগল নিজেদের 'ভুল' স্বীকার করে নেয়। তারা দাবি করে, একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যা দেখা দিয়েছে। এই আবহে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। (আরও পড়ুন: মার্কিন নির্বাচন যেন 'দক্ষিণ ভারতীয় মিনি ডার্বি', একদিকে কমলা, অপরদিকে ঊষা)
আরও পড়ুন: বিজ্ঞানী মা ছিলেন ব্রাহ্মণ কন্যা, 'গণতন্ত্রের পাঠ' দেন দাদু, রইল কমলার 'আদি কথা'
উল্লেখ্য, এর আগেও ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর সমর্থকরা দাবি করেছিল যে গুগল ডেমোক্র্যাটের সাহায্য করছে। এই আবহে নির্বাচনের দিনে অনেকে দাবি করেন, যখন তারা গুগলকে জিজ্ঞেস করছে - ট্রাম্পকে কোথায় ভোট দেওয়া যাচ্ছে? তখন তাদের সামনে একগাদা খবরের লিঙ্ক পেশ করা হচ্ছে। তবে এই একই প্রশ্ন যখন কমলা হ্যারিসকে নিয়ে করা হচ্ছে, তখন নির্দিষ্ট ভাবে কাছের পোলিং স্টেশনের বিষয়ে জানানো হচ্ছে। (আরও পড়ুন: কার দিকে পাল্লা ভারী? নির্বাচনী ফলের 'আভাস' দিলেন ওবামা, মার্কিনিদের করলেন সতর্ক)
আরও পড়ুন: ভোটের ফলে আমেরিকায় তৈরি হতে পারে কোন পরিস্থিতি? ভারতের ওপর পড়বে কোন প্রভাব?
এর আগে অভিযোগ উঠেছিল, প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা প্রচেষ্টা নিয়ে অনুসন্ধান করলে তা ঠিক ভাবে দেখাচ্ছে না গুগল। সেই সময় ডোনাল্ড ট্রাম্প জুনিয়র তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছিলেন, কমলা হ্যারিসকে সাহায্য করার জন্য আবার নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে বড় এই টেক সংস্থা। আমরা সবাই জানি যে গুগল ইচ্ছা করে নির্বাচনে হস্তক্ষেপ করছে। সত্যিই ঘৃণ্য। (আরও পড়ুন: ২৫০ বছর আগে যেথায় আমেরিকার জন্ম, সেই পেনসিলভেনিয়াই ভবিষ্যতের দিশা দেখাবে USA-কে?)
এদিকে সেই বিতর্কের সময় বিশ্বজুড়ে বিভিন্ন গুগল ব্যবহাকারীর স্ক্রিনশট পর্যালোচনা করে ফক্স নিউজ দাবি করে, গুগলের অনুসন্ধানে রোনাল্ড রিগানের ওপর হামলা, আর্চডিউক ফার্ডিনান্ডের হত্যা, বব মার্লিকে গুলি, প্রাক্তন রাষ্ট্রপতি জেরাল্ড ফোর্ডের বিরুদ্ধে ষড়যন্ত্রের ছকের ঘটনাগুলি খুব সহজেই মিলছে। এছাড়াও আব্রাহাম লিঙ্কন, জন এফ কেনেডির ওপর হামলার ঘটনাও সহজে মিলছে গুগল সার্চ করে। তবে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা সার্চে সেভাবে আসছে না। পরে এই বিতর্ক নিয়ে অবশ্য মুখ খোলে গুগল। তারা দাবি করে, এই সার্চে কোনও ম্যানুয়াল পরিবর্তন করা হয়নি। গুগল তাও আশ্বাস দিয়ে বলেছিল যে তারা সিস্টেমকে আপ টু ডেট করার চেষ্টা করবে।