মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে নিজের জয়ের ঘোষণা করলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। আর নির্বাচনের ফল প্রকাশের পর প্রথমবার জনসমক্ষে এসেই ট্রাম্প প্রতিশ্রুতি দিলেন, 'আমরা আমেরকিকে আবার মহান বানাব।' ট্রাম্প আজ বলেন, 'আমাদের দেশ এমন আগে কখনও হয়নি। ধন্যবাদ আমাকে ৪৭তম এবং ৪৫তম রাষ্ট্রপতি বানানোর জন্যে। আমি প্রতিদিন লড়াই করব আপনাদের পরিবারের জন্যে।' ট্রাম্পের কথায়, 'প্রতিটা দিন আমি আপনারদের জন্য লড়াই করব।' এদিকে আজকের ভাষণে একইসঙ্গে অনুপ্রবেশ নিয়েও সুর চড়ালেন তিনি। তবে তিনি বলেন, 'অভিভাসীরা আমেরিকায় আসতে পারবেন। তবে তাদের বৈধ ভাবে আসতে হবে এখানে।' পাশাপাশি ট্রাম্প বলেন, 'আমি এই দেশকে সারিয়ে তুলতে চাই।' তাঁর দাবি, 'দেশের সব সমস্যার সমাধান করব আমি।' (আরও পড়ুন: প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট… ট্রাম্পের গৌরবময় দিনে ফিরে দেখুন তাঁর লজ্জার ইতিহাস)
আরও পড়ুন: ১৩২ বছর পর ফের এমন ঘটনা, আমেরিকার ইতিহাসে দ্বিতীয় 'বাজিগর' হচ্ছেন ট্রাম্প
এদিকে ভাষণের সময় স্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। 'রানিং মেট' জেডি ভান্সকেও শুভেচ্ছা জানান ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, 'আমি ততদিন বিশ্রাম নেব না, যতদিন না আমেরিকা ফের ধনী হয়ে উঠছে। আমেরিকার সোনালি অধ্যায়ের সূচনা হল। এটা আমেরিকার মানুষদের জন্যে এক বিশাল জয়। আর ব্যাটেলগ্রাউন্ড স্টেটগুলিকে আমি ভালোবাসি। আমরা মোট ৩১৫ ইলেক্টোরাল ভোটে পৌঁছে যাব। আমরা এবার পপুলার ভোটেও জিতেছি। আমেরিকা আমাদের নজিরবিহীন এক জয় দিয়েছে। আমরা সেনেটে ক্ষমতা পুনর্দখল করেছি।' (আরও পড়ুন: হোয়াইট হাউজের চাবি নিয়ে টানাটানির দিনই রিপাবলিকানদের দখলে মার্কিন সেনেট)
আরও পড়ুন: ভোট গণনার মাঝে সমর্থকদের ফেরালেন কমলা হ্যারিস, কী বলল ডেমোক্র্যাট শিবির?
আও পড়ুন: ভোটের ফলে আমেরিকায় তৈরি হতে পারে কোন পরিস্থিতি? ভারতের ওপর পড়বে কোন প্রভাব?
উল্লেখ্য, ৫০ প্রদেশের মধ্যে বেশির ভাগই ট্রাম্পের রিপাবলিকানদের দখলে। জানা গিয়েছে, মোন্টানা, ইডাহো, উটাহ, উওমিং, নর্থ এবং সাউথ ডাকাটো, নেব্রাস্কা, কানসাস, ওকলাহোমা, টেক্সাস, মিসৌরি, আইওয়া, আরকানসাস, লুইজ়িয়ানা, মিসিসিপি, টেনেসি, কেনটাকি, ইন্ডিয়ানা, ওহিয়ো, ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, আলাবামা, জর্জিয়া, উইসকনসিনস পেনসিলভেনিয়া। এদিকে ট্রাম্প এগিয়ে নেভাডা, অ্যারিজোনা, আলাস্কা, মিশিগানে। এদিকে মোট প্রাপ্ত ভোটের নিরিখেও কমলা হ্যারিসের থেকে অনেকটাই এগিয়ে তিনি। (আরও পড়ুন: ভোটে কারচুপির অভিযোগ ট্রাম্পের, 'ভিত্তিহীন দাবি', বললেন স্থানীয় রিপাবলিকান নেতা)
আরও পড়ুন: কমলার হয়ে কি 'কলকাঠি নেড়েছে' সুন্দরের গুগল? 'ভুল স্বীকার' টেক সংস্থার
উল্লেখ্য, গত নির্বাচনে হারার পর এবারও ফের প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন, সাম্প্রতিক ইতিহাসে আমেরিকায় এমনটা দেখা যায়নি। শেষবারের মতো রিচার্ড নিক্সন এমনটা করেছিলেন। তবে লাগাতার তিনটি নির্বাচনে লড়াই করে প্রথম এবং তৃতীয় দফায় জেতা দ্বিতীয় ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এই কীর্তি শেষ এবং একমাত্রবার হয়েছিল ১৮৯২ সালে।