বাংলা নিউজ > ঘরে বাইরে > 'লাদাখের ওপারে চিনের বাহিনীর কাজকর্ম উদ্বেগজনক,' জানিয়ে দিলেন মার্কিন সেনাকর্তা

'লাদাখের ওপারে চিনের বাহিনীর কাজকর্ম উদ্বেগজনক,' জানিয়ে দিলেন মার্কিন সেনাকর্তা

ভারতের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পাণ্ডের সঙ্গে আলোচনায় মার্কিন সেনা কর্তা চার্লস এ ফ্লিন।  (PTI Photo) (PTI)

সেই ২০২০ সাল থেকে সীমান্ত নিয়ে চিন ও ভারতের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। ফ্লিন জানিয়েছেন, ওই এলাকায় চিনের অস্থির ব্যবহার ঠিক সহায়তাপূর্ণ নয়। আমার মনে আমাদের যৌথভাবে কাজ করা দরকার। গত মে মাসে জেনারেল মনোজ পাণ্ডে জানিয়েছেন, আমরা পিএলএর সঙ্গে ওই এলাকায় স্থিতাবস্থা চাই। কিন্তু সেটা একপক্ষের হতে পারে না।

রাহুল সিং

প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে চিনের কাজকর্ম চোখ খুলে দিয়েছে। পাশাপাশি যেভাবে পিপলস লিবারেশন আর্মি পরিকাঠামো বৃদ্ধি করছে তা উদ্বেগজনক। বুধবার এনিয়ে মন্তব্য করলেন এক শীর্ষ মার্কিন জেনারেল।

ইউনাইটেড স্টেটস আর্মি প্য়াসিফিকের কমান্ডিং জেনারেল চার্লস এ ফ্লিন জানিয়েছেন, চিনের যে কাজকর্ম তা চোখ খুলে দিয়েছে। পিএলএর কিছু কাজকর্ম বেশ উদ্বেগজনক। কেউ প্রশ্ন করতেই পারেন যে কেন, আর মতলবটা কী।

লাদাখ সেক্টরের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। চারদিনের সফরে ভারতে এসেছেন তিনি। ভারতীয় আর্মি চিফ জেনারেল মনোজ পাণ্ডের সঙ্গে মঙ্গলবার দেখা করেছিলেন তিনি। দ্বিপাক্ষিক সামরিক বোঝাপড়া নিয়েও তাঁরা আলোচনা করেন।

অবসরপ্রাপ্ত লেফটেনান্ট জেনারেল বিনোদ ভাটিয়া বলেন, সীমান্ত নিয়ে তাদের সঙ্গে আমাদের মত পার্থক্য রয়েছে। রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক আলোচনার মাধ্যমে এই মতপার্থক্য মেটানো দরকার।

এদিকে সেই ২০২০ সাল থেকে সীমান্ত নিয়ে চিন ও ভারতের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। ফ্লিন জানিয়েছেন, ওই এলাকায় চিনের অস্থির ব্যবহার ঠিক সহায়তাপূর্ণ নয়। আমার মনে আমাদের যৌথভাবে কাজ করা দরকার। এদিকে গত মে মাসে জেনারেল মনোজ পাণ্ডে জানিয়েছেন, আমরা পিএলএর সঙ্গে ওই এলাকায় স্থিতাবস্থা চাই। কিন্তু সেটা একপক্ষের হতে পারে না।

পরবর্তী খবর

Latest News

নিয়মিত পথে নেমেও কটাক্ষের শিকার, ক্ষোভ উগরে স্বস্তিকা বললেন ‘আমাদের সং ভাবে’ বৃষ্টিতে ভিজেও চলছে ডাক্তারদের আন্দোলন, এরই মাঝে 'বড় পদক্ষেপ' সরকারের ভক্তদের জন্য সুখবর, চোটের কবলে পড়ে দু'মাস বাইরে থাকার পরে মাঠে ফিরছেন মেসি নাটকীয় জয় সামারসেটের, ক্রাচে ভর দিয়েই মাঠে সতীর্থদের সঙ্গে উদযাপন ব্যান্টনের ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.