'সমাবেশের আলোচনায় ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আজকের এই যুগ যেন কোনওভাবেই যুদ্ধের যুগে পরিণত না হয়,' বলেন হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারিন জিন-পিয়ার।
1/5সদ্য সমাপ্ত G-20 সমাবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারত। ইন্দোনেশিয়ার এই সমাবেশে ভারতের প্রশংসা করে এমনটাই জানাল হোয়াইট হাউজ। শুক্রবার, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ভারতের আলোচনার পন্থার প্রশংসা করে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর যুদ্ধবিরোধী প্রচেষ্টাকেও সাধুবাদ জানায় ওয়াশিংটন ডিসি। চূড়ান্ত ঘোষণাপত্র প্রস্তুতি ভারত বড় ভূমিকা নিয়েছে বলেও তিনি জানান। ফাইল ছবি: এএফপি (AP)
2/5'সমাবেশের আলোচনায় ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আজকের এই যুগ যেন কোনওভাবেই যুদ্ধের যুগে পরিণত না হয়,' বলেন হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারিন জিন-পিয়ার। ফাইল ছবি: এএনআই (AP)
3/5তিনি জানান, এগুলি ছাড়াও বর্তমান বিশ্বের খাদ্য এবং শক্তির নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের মোকাবিলার উপায় নিয়েও আলোচনা হয়েছে। এই বিষয়গুলি মাথায় রেখে এক শক্তিশালী বিশ্ব অর্থনীতির পক্ষে সওয়াল করা হয়েছে। ফাইল ছবি: এপি (AP)
4/5বালির G-20 সামিট থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন। আগামী ডিসেম্বরের সমাবেশের সভাপতির ভূমিকায় থাকবে ভারত। ফাইল ছবি: এপি (AP)
5/5বিশেষজ্ঞরা বলছেন, ডিসেম্বরের এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুক্রবার সেই বিষয়টিও উল্লেখ করে বাইডেন সরকার। ফাইল ছবি: রয়টার্স (AP)