বন্ধু ভারতের উপর নতুন করে চাপ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্যারিফের পরে এবার ৯টি ভারতীয় কোম্পানির উপরে নিষেধাজ্ঞা জারি করল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। একইসঙ্গে ৮ জন ভারতীয় নাগরিকের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। অভিযোগ, জেনে বুঝেই ইরানের সঙ্গে ব্যবসা করছিল তারা।
সূত্রের খবর, গত কয়েক দিন ধরে মোট ৬০টি সংস্থা, ব্যক্তি এবং জাহাজকে ‘ব্ল্যাক লিস্ট’ করার কথা ভাবছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এরমধ্যে ৪০টি সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। স্টেট ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, মুম্বইয়ের সিজে শাহ অ্যান্ড কোম্পানি, কেমোভিক, মোডি কেম, পারিকেম রিসোর্সেস, ইন্ডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম, শিব টেক্সকেম এবং দিল্লির বিকে সেলস কর্পোরেশনের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই তালিকায় চিন এবং সংযুক্ত আরব আমিরশাহির কয়েকটি প্রতিষ্ঠানও রয়েছে। একই সঙ্গে পীযূষ মগনলাল জাভিয়া, নীতি উন্মেষ ভট্ট, কমলা কাসাট, কুণাল কাসাট এবং পুনম কাসাটের বিরুদ্ধে স্টেট ডিপার্টমেন্ট এবং বরুন পুলা, ইয়াপ্পান রাজা, এবং সনিয়া শ্রেষ্ঠার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রেজারি ডিপার্টমেন্ট। তাদের বিরুদ্ধে ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একই সঙ্গে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট-র অধীন ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি)’ ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনে সহায়তা করার অভিযোগে আরও ৫০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে ‘ব্ল্যাক লিস্ট’ করেছে।
আরও পড়ুন-নোবেল আশায় জল! কৃতিত্বের জন্য পূর্বসূরী ওবামাকে দুষলেন ট্রাম্প, বিশ্ব রাজনীতিতে উলটপুরাণ
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ‘এই পদক্ষেপগুলির লক্ষ্য ইরানের জ্বালানি রপ্তানি ব্যবস্থার মূল কাঠামো ভেঙে ফেলা।প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে প্রশাসন ইরানি শাসনের সেই ক্ষমতাকে বাধাগ্রস্ত করছে, যার মাধ্যমে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দেওয়া ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে’ অর্থায়ন করে থাকে।’ তিনি আরও বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো তেহরানের রাজস্ব প্রবাহ কমিয়ে আনা এবং তাদের আন্তর্জাতিক লেনদেনের সক্ষমতাকে সীমিত করা।’ মার্কিন বিদেশ দফতর বলেছে, গত কয়েক বছরে এসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাধীন ইরানি উৎস থেকে শত শত মিলিয়ন ডলার মূল্যের পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে।
আরও পড়ুন-'কোকো আইল্যান্ডে চিনের...,' মায়ানমারের গুপ্তঘাঁটি চিনের, ভারতকে কী বলল জুন্টা সরকার?
ইরানকে কোণঠাসা করতে উদগ্রীব হয়ে উঠেছে ট্রাম্প সরকার। এর আগে ইরানকে কোণঠাসা করতে একাধিক দেশকে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের বিরুদ্ধে ইরান থেকে তেল, পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল লেনদেনের অভিযোগ করেছে স্টেট ডিপার্টমেন্ট। তাদের অভিযোগ, জেনে বুঝেই ইরানের সঙ্গে ব্যবসা করছিল ভারতীয় সংস্থাগুলি। যে কারণেই তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।