বাংলা নিউজ > ঘরে বাইরে > Melania Trump: ডোনাল্ড ট্রাম্পের 'হোয়াইট হাউস' ফেরার পরিকল্পনায় কি খুশি নন মেলানিয়া?

Melania Trump: ডোনাল্ড ট্রাম্পের 'হোয়াইট হাউস' ফেরার পরিকল্পনায় কি খুশি নন মেলানিয়া?

ট্রাম্পের পদক্ষেপে বিরক্ত ম্য়ানিলা। (Photo by Eva Marie UZCATEGUI / AFP) (AFP)

এক সূত্রের খবর ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের ইচ্ছা নিয়ে খুব একটা ‘খুশি নন’ মেলানিয়া ট্রাম্প। আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডির এমন অসন্তুষ্টির কথা সদ্য এক জীবনীকার তুলে ধরেছেন। বিশেষত, মেহমেত ওজকে সেনেট প্রার্থী হিসাবে পেনসিলভেনিয়ায় তুলে ধরা নিয়ে মেনালিয়ার জোর খাটানো নিয়ে মার্কিন মিডিয়ায় যে তথ্য উঠে এসেছে তা নিয়েও মার্কিন প্রাক্তন ফার্স্ট লেডি খুশি নন।

সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রের মিড টার্ম নির্বাচন। আর তার প্রচারে ব্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মনে করা হচ্ছে, ডেমোক্র্যাটদের তুলনায় এই নির্বাচনে সম্ভবত এগিয়ে থাকবেন রিপালিকানরা। ইতিমধ্যেই ১৫ নভেম্বর কোনও ‘বড় ঘোষণা’ করার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, এক সূত্রের খবর ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের ইচ্ছা নিয়ে খুব একটা ‘খুশি নন’ মেলানিয়া ট্রাম্প। আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডির এমন অসন্তুষ্টির কথা সদ্য এক জীবনীকার তুলে ধরেছেন। বিশেষত, মেহমেত ওজকে সেনেট প্রার্থী হিসাবে পেনসিলভেনিয়ায় তুলে ধরা নিয়ে মেনালিয়ার জোর খাটানো নিয়ে মার্কিন মিডিয়ায় যে তথ্য উঠে এসেছে তা নিয়েও মার্কিন প্রাক্তন ফার্স্ট লেডি খুশি নন। প্রসঙ্গত, মেলনিয়া ট্রাম্প খুবই নিজের মধ্যে থাকতে পছন্দ করেন। সেই জায়গা থেকে তাঁর নাম রাজনীতির আঙিনায় আসায় বেশ খানিকটা অপছন্দ হয়েছে মেলানিয়া। সিএনএনএর কেট বেনেট বলছেন, ‘তিনি (মেলানিয়া) একেবারই পছন্দ করেননা খবরে থাকতে।’ এমনকি তাঁর স্বামীর সঙ্গে তাঁর নাম জুড়ে রাজনৈতিক ইস্যু তৈরিরও বিরোধী মেলানিয়া।

এদিকে, ওহায়োতে প্রচার চলাকালীন ট্রাম্প নিজের সমর্থকদের বলেন, ১৫ নভেম্বর ফ্লোরিডার পাম বিচ মার-এতে খুব বড় কোনও ঘোষণা করতে চলেছেন তিনি। মনে করা হচ্ছে, ফের একবার হোয়াইট হাউসে ফেরার লড়াইয়ে নামতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ২০২০ সালের নির্বাচনের পর গদি ছাড়তে চাইছিলেন না তিনি। নির্বাচনে হেরেও পদ বিজয়ী জো বাইডেনেরে হাতে দিতে চাইছিলেন না ডোনাল্ড ট্রাম্প। এখানেই শেষ নয়, সমর্থকদের উস্কানি দেওয়ারও অভিযোগ ছিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেখানে মার্কিন কংগ্রেসে হামলা চালাতে উস্কানির অভিযোগ ছিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।  এদিকে, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হারিয়েছিলেন হেভিওয়েট হিলরি ক্লিনটনকে। 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন