মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান সম্প্রতি ভারত সফরে এসেছিলেন। গতকাল সফরের দ্বিতীয় দিনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। সেই বৈঠকেই মার্কিন কর্তাকে মোদী বলেন, 'প্রযুক্তি এবং প্রতিরক্ষার মতো ক্ষেত্রে নতুন উচ্চতা অর্জন করেছে ভারত-মার্কিন পারস্পারিক সহযোগিতা।' এদিকে ভারতের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয় দু'জনের। বৈঠকের পরে মোদী বলেন, ভারত-মার্কিন সম্পর্ককে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, বাইডেন প্রশাসনের কোনও শীর্ষ পর্যায়ের কর্তার সঙ্গে ভারত সরকারের এটাই সম্ভবত শেষ বৈঠক ছিল। এই আবহে ভারতকে বিদায় বেলায় 'বড় উপহার' দেওয়ার কথা বলে যান জেক সালিভান। তিনি বলেন, ভারতের পরমাণু সংস্থা ও মার্কিন কোম্পানিগুলোর মধ্যে সহযোগিতায় বাধা তৈরি করে এমন বিধিনিষেধ প্রত্যাহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'জেক সালিভান বলেছেন যে আমেরিকা ভারতীয় পরমাণু সংস্থাগুলিকে ডিলিস্ট করতে প্রোয়োজনীয় পদক্ষেপ করবে যাতে অসামরিক ক্ষেত্রে স্বচ্ছ জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়।' (আরও পড়ুন: 'ভারতে মাইক্রোসফটের বিনিয়োগ পরিকল্পনা' নিয়ে মোদীর সঙ্গে কথা, সত্য নাদেলা বললেন…)
আরও পড়ুন: '…এর জন্যে আপনাকে সরকারে বসানো হয়নি', ইউনুসকে চাপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
উল্লেখ্য, ২০০৫ সালের জুলাই মাসে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র অসামরিক পারমাণবিক সহযোগিতার জন্য এক পরিকল্পনার ছক কষেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ডাব্লু বুশ। পরে ২০০৮ সালে ভারত-মার্কিন অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। যদিও বেশ কিছু নিয়ন্ত্রক বিধি নিষেধের কারণে ভারতকে মার্কিন পরমাণু চুল্লি সরবরাহের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এই আবহে জেক জানালেন, এই বিধিমালা সরানো হবে। এবং এই পদক্ষেপকে তিনি 'ঐতিহাসিক' বলে আখ্যা দেন। এদিকে নিজের কার্যকালে শেষ বিদেশ সফরে ভারতে আসতে পেরে তিনি আপ্লুত বলে জানান জেক সালিভান। তিনি বলেন, 'আমার মেয়ার এর থেকে আর ভালো ভাবে শেষ হতে পারত না।' (আরও পড়ুন: 'চট করে বাংলাদেশে আসবেন…', শেখ হাসিনাকে নিয়ে দিবাস্বপ্ন দেখছেন 'বিপ্লবী' সারজিস?)
আরও পড়ুন: মেট্রোর কাজের 'শেষের শুরু' বউবাজারের মাটির নীচে, বছরের শুরুতেই রইল বড় আপডেট
আরও পড়ুন: ওপার থেকে এপারে অনুপ্রবেশের সময় BGB-র জালে ৪ হিন্দু সহ ৮ বাংলাদেশি, মিলল আধার
এদিকে এই সফরকালে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠক করেছিলেন জেক সালিভান। ভারত ও আমেরিকার মধ্যে গুরুত্বপূর্ণ প্রযুক্তি আদানপ্রদান এবং সমুদ্রপথে নিরাপত্তা বৃদ্ধি নিয়ে কথা হয়েছিল জেক এবং জয়শংকরের। সালিভানের সঙ্গে বৈঠকের পরে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জয়শংকর লিখেছিলেন, 'দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আমাদের আলোচনা হয়। গত চার বছরে আমাদের খোলামেলা আলোচনার মর্ম আমি বুঝি।' এদিকে মার্কিন-ভারত সম্পর্ক উন্নতির ক্ষেত্রে সালিভানের ব্যক্তিগত অবদানকে বিশেষ ভাবে কুর্নিশ জানান জশংকর।