বাংলা নিউজ > ঘরে বাইরে > যৌনশিক্ষার অঙ্গ হিসেবে পড়ুয়াদের সঙ্গে আলোচনা হোক পর্ন নিয়ে, দাবি পর্ন-তারকার

যৌনশিক্ষার অঙ্গ হিসেবে পড়ুয়াদের সঙ্গে আলোচনা হোক পর্ন নিয়ে, দাবি পর্ন-তারকার

ছবিটি প্রতীকী

যৌনশিক্ষায় পর্নোগ্রাফির অন্তর্ভুক্তি চেয়ে প্রস্তাব রাখলেন মার্কিন পর্ন তারকা অ্যালিক্স লিংক্স।

পড়ুয়াদের যৌনশিক্ষা দেওয়ার বিষয়টি আদতে খুব গুরুত্বপূর্ণ। সেই যৌনশিক্ষায় পর্নোগ্রাফির অন্তর্ভুক্তি চেয়ে প্রস্তাব রাখলেন মার্কিন পর্ন তারকা অ্যালিক্স লিংক্স। লিংক্সের বক্তব্য, পর্নের বিষয়ে কৌতূহলের অন্ত নেই পড়ুয়াদের মধ্যে। তবে পর্ন নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে সমাজে। লিংক্সের মত, এই ভ্রান্ত ধারণা ভাঙতে ছোট বয়স থেকেই পড়ুয়াদের পর্ন দেখানো হোক এবং সেসম্পর্কে তাদের সঠিক ভাবে অবগত করা হোক।

মার্কিন সংবাদমাধ্যমে নিজের যুক্তির স্বপক্ষে লিংক্স বলেন, 'পর্নের বিষয়ে ছোটদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ভুল ধারণা রয়েছে অধিকাংশ ক্ষেত্রে। তাঁদের বক্তব্য, পর্ন দেখলেই কিশোর-কিশোরীরা নাকি বিপথে যাবে। তাঁদের দাবি, পর্ন ইন্ডাস্ট্রির জেরেই নাকি খুনি, ধর্ষকরা উৎসাহিত হয়। এমনকি, অনেকে তো আইন জারি করে এই ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে চাইছেন। তবে স্বীকার করুন বা না করুন, ওই পড়ুয়াদের বহু অভিভাবকও পর্ন ছবি বা ভিডিয়ো দেখেন। এটি যে রোজকার জীবনে বিনোদনের অঙ্গ এবং তা যে স্বাভাবিক, সে কথা বোঝা উচিত সকলের। না হলে বালিতে মুখ গুঁজে থাকার মতো হবে।'

লিংক্স আরও বলেন, 'যৌনশিক্ষা নিয়ে পড়ানোর সময় খোলাখুলি পর্নোগ্রাফিক বিষয় নিয়ে আলোচনা করা উচিত। আর পাঁচটা সিনেমা বা ভিডিয়ো গেমসের মতো এটিও যে একটি কাল্পনিক বিনোদনের মাধ্যম, বাস্তবে তা আলোচিত হয় না। সেই কথাটা সবাইকে বুঝতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যৌন সম্পর্কের আগে সঙ্গীর সম্মতিও যে জরুরি, তা বোঝাতেও পর্নোগ্রাফিক বিষয়বস্তুর উপর এই নিষিদ্ধ তকমা হঠানো প্রয়োজন।'

বন্ধ করুন