দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর ইজরায়েলি বন্দিদের মুক্তি দিতে প্রস্তুতি নিচ্ছে হামাস। এরই মাঝে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মধ্যপ্রাচ্যগামী বিমানে চাপার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, গাজায় যুদ্ধ 'শেষ'। এই সফরকালে ট্রাম্প প্রথমে ইজরায়েলে অবতরণ করবেন। সেখানে তিনি দেশটির পার্লামেন্টে ভাষণ দেবেন বলে মনে করা হচ্ছে। যার পরে তিনি মিশরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সাথে গাজা শান্তি শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করবেন।
এয়ার ফোর্স ওয়ানে সংবাদমাধ্যমকে ট্রাম্প বলেন, 'সবাই এই মুহূর্তটি নিয়ে খুব উচ্ছ্বসিত। এটি একটি বিশেষ অনুষ্ঠান।' গাজায় যুদ্ধবিরতি বহাল থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমি মনে করি যুদ্ধবিরতি বহাল থাকবে। মানুষ ক্লান্ত।' এদিকে হামাস যখন বন্দি ইজরায়েলিদের মুক্তি দেবে, তখন ট্রাম্প সেখানে উপস্থিত থাকবেন কী না, এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি বিষয়টি নিয়ে নিশ্চিত নন। ট্রাম্পের এই সফরের আগে অবশ্য ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, 'আমরা একসঙ্গে অসাধারণ বিজয় অর্জন করেছি, এমন বিজয় যা পুরো বিশ্বকে বিস্মিত করেছে। কিন্তু একই সঙ্গে আমি আপনাদের বলতে চাই, লড়াই শেষ হয়নি।'
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ কার্যকর হওয়ার কয়েকদিন পর মিশরে অনুষ্ঠিত হচ্ছে গাজায় শান্তি প্রতিষ্ঠা সংক্রান্ত সম্মেলন। এই অনুষ্ঠানে ট্রাম্পের পাশাপাশি সভাপতিত্ব কবেন মিশরের রাষ্ট্রপতি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এই সম্মেলনে অংশ নেবেন। এদিকে ভারতও এই সম্মেলনে উপস্থিত থাকবে। কীর্তি বর্ধন সিংকে ভারতের বিশেষ প্রতিনিধি হিসাবে সম্মেলনে যোগ দেবেন।
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। হামাস আজ, সোমবার সকালে প্রায় ২০ জন জীবিত বন্দিকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। এর আগে গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলি শহরগুলিতে আক্রমণ করে প্রায় ১২০০ লোককে হত্যা করেছিল হামাস। এরপরই ইজরায়েল গাজায় আক্রমণ শুরু করে। হামাস ২৫১ জনকে বন্দি করেছিল সেই হমলায়। তাদের মধ্যে ৫০ জনেরও বেশি এখনও তাদের কব্জায় রয়েছে। এদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইজরায়েলি সামরিক অভিযানে এখনও পর্যন্ত ৬৬ হাজারেরও বেশি গাজাবাসী নিহত হয়েছে।