গাজার শান্তি সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে ইতালিয়ান প্রধানমন্ত্রীর রূপের গণগান ট্রাম্পের। গতকাল মঞ্চে ভাষণ দেওয়ার সময় মেলোনি রূপের প্রশংসা করতে গিয়ে ট্রাম্প বলেন, 'আমাদের মাঝে এখানে একজন তরুণ মহিলা আছেন... বাকিটা বলতে পারছি না। আমেরিকায় সাধারণত কোনও মহিলাকে সুন্দর বললে রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়। তবে এই ক্ষেত্রে আমি ঝুঁকি নেব।' এরপর মেলোনির দিকে ঘুরে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, 'আপনাকে সুন্দর বললে আশা করি আপনি রাগ করবেন না, তাই নাই? কারণ আপনি সুন্দর।'
এদিকে এই সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনির দেখা হয়েছিল। তাঁদের কথোপকথনেরও একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, মেলোনিকে সিগারেট খাওয়া কমানোর পরামর্শ দিচ্ছেন এরদোগান। আর তার জবাবে মেলোনি বলেন, 'হ্যাঁ জানি জানি'। সেই সময় ফরাসি প্রেসিডেন্টও সেখানে উপস্থিত ছিলেন। এই কথোপকথনের পড়ে ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে হাসিতে ফেটে পড়তে দেখা যায় এরদোগানকে।
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, এরদোগান তুর্কি ভাষায় মেলোনিকে সিগারেট কমানো নিয়ে পরামর্শ দিচ্ছেন। কথাটা কিছুটা বুঝে বিব্রত মুখ করছেন মেলোনি। সেই সময় ট্রান্সলেটর পুরো বিষয়টি বলেন - 'আপনাকে ভালো দেখতে লাগছে। আপনার ধূমপান বন্ধ করে দেওয়া উচিত'। ট্রান্সলেটর সেই কথা বলতেই মেলোনি বলে ওঠেন - 'আমি জানি, আমি জানি'। বলেই ইতালিয়ান প্রধানমন্ত্রী মুখ ঘুরিয়ে নেন। তখন সেখনে উপস্থিত ম্যাক্রোঁর সঙ্গে হাসিতে ফেটে পড়েন এরদোগান। হাসতে হাসতে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর হাত ধরে নেন তুর্কি রাষ্ট্রপ্রধান।
এদিকে গতকাল ফের একবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আর ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দেওয়ার কথা বলে শরিফের ঘোষণার পরপরই ইতালিয়ান প্রধানমন্ত্রী জর্জিও মেলোনির মুখভঙ্গিমা ভাইরাল হয়ে গিয়েছে। পাক প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অক্লান্ত প্রচেষ্টার পর মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। এদিকে ভারত-পাক সংঘর্ষবিরতির জন্যেও ট্রাম্পকে কৃতিত্ব দিলেন শেহবাজ। পরে শরিফের ভাষণ শেষ হওয়ার সময় জর্জিও মেলোনি হাসলেও তাঁর মুখ কতকটা বিকৃত ছিল। যা চোখ এড়ায়নি অনেকেরই। এই আবহে মেলোনির সেই হাসির দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।