কয়েকদিন আগেই এক নির্বাচনী জনসভা চলাকালীন পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের ওপরে হামলা হয়েছিল। ট্রাম্পের মাথা লক্ষ্য করে গুলি চালিয়েছিল এক ২০ বছর বয়সি বন্দুকবাজ। তবে ভাগ্যক্রমে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প মাথা হেলানোয় সেই গুলি তাঁর কান ছুঁয়ে বেরিয়ে যায়। অল্পের জন্যে রক্ষা পান তিনি। এই আবহে মিশিগানে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে সেই ঘটনা প্রসঙ্গ তুলে ডেমোক্র্যাটদের তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, 'ওরা বলতে থাকে আমি নাকি গণতন্ত্রের শত্রু। আমি গণতন্ত্রের বিরুদ্ধে কী এমন করেছি? গত সপ্তাহে তো আমি গণতন্ত্রের জন্যে গুলি পর্যন্ত খেয়েছি।' (আরও পড়ুন: বাংলাদেশে কার্ফুতেও হিংসার বলি ১০, আজ সুপ্রিম কোর্টে কোটা মামলার শুনানি)
আরও পড়ুন: কেন 'মুক্তিযুদ্ধ কোটা' বিরোধী আন্দোলন বাংলাদেশে? ওপার বাংলায় সংরক্ষণের হিসেব কী?
উল্লেখ্য, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে হেরে গিয়েছিলেন ট্রাম্প। এরপর ক্যাপিটল হিলে নাকি ট্রাম্প সমর্থকরা হামলা চালিয়েছিল ২০২১ সালের জানুয়ারিতে। ইলেক্টোরাল ভোট গণনার দিনে এই হামলা চালানো হয়েছিল। মার্কিন গণতন্ত্রের ইতিহাসে সেটি একটি কালো দিন ছিল। অভিযোগ ওঠে, ট্রাম্পের উস্কানিতেই সেদিনের সেই ঘটনা ঘটেছিল। কারণ শেষ পর্যন্ত নিজের হার স্বীকার না করে ট্রাম্প দাবি করেছিলেন, ভোটে কারচুপি করা হয়েছে। ক্যাপিটল হিল ঘটনার দিনও একটি সভা করে নিজের সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন ট্রাম্প। এই আবহে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই ডেমোক্র্যাটরা ট্রাম্পকে 'গণতন্ত্র বিরোধী' আখ্যা দিয়ে থাকেন। আর তারই জবাবে আজকে পালটা প্রশ্নবাণ নিক্ষেপ করলেন ট্রাম্প। (আরও পড়ুন: পেট্রাপোলে বন্ধ বাণিজ্য, বাংলাদেশ থেকে মাছ আসছে না এপারে, লোকসান কয়েক কোটি টাকার)
আরও পড়ুন: দাম বাড়িয়েও পুরনো ট্যারিফ ফিরিয়ে আনল জিও, সঙ্গে বাড়ল প্ল্যানের ভ্যালিডিটি!
আরও পড়ুন: কলকাতায় সোনার দাম কমার হ্যাটট্রিক, রবিতে শহরে কততে বিকোচ্ছে হলুদ ধাতু?
উল্লেখ্য, কয়েকদিন আগেই পেনসিনভেনিয়ায় থমাস ম্যাথিউ ক্রুকস নামক এক যুবকের হামলায় অল্পের জন্যে বেঁচে গিয়েছিলেন ট্রাম্প। ক্রুকসের ছোড়া গুলিটি তাঁর কান ঘেঁষে বেরিয়ে যায়। আর সেই ঘটনার পরে সম্প্রতি রিপাবলিকান ন্যাশনাল কনফারেন্সে ভাষণ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে রিপাবলিকানরা ট্রাম্পকে 'আমেরিকান হিরো' হিসেবে তুলে ধরেছে। এই আবহে ট্রাম্পের ভাষণেও সেই হামলার প্রসঙ্গই প্রাধান্য পাচ্ছে। এই আবহে ট্রাম্প বললেন, 'আমি অগণতান্ত্রিক নই, চরমপন্থীও নই। গত সপ্তাহে গণতন্ত্রের জন্যই আমি একটি গুলি খেয়েছি। ডেমোক্র্যাটেরা এখন নিজেরাই জানেন না, যে আগামী নির্বাচনের জন্য তাঁরা কাকে প্রার্থী করবেন। বাইডেনকে তাঁরাই ভোট দিয়েই প্রার্থী করেছিল। আর এখন তাঁরাই ওঁকে সরিয়ে দিতে চান। এটাই আসল গণতন্ত্র।'