জো বাইডেন রমার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী দৌড় থেকে সরে গিয়ে কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন। এরপরই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে কটাক্ষ উড়ে এসেছিল। এমনকী ট্রাম্পের ছেলেও কমলাকে কটাক্ষ করে তোপ দেগেছিলেন। এবার কমলা হ্যারিস পালটা আক্রমণ শানালেন ট্রাম্পকে। বললেন, 'ট্রাম্পের টাইপ আমার চেনা আছে।' প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে 'শিকারি' এবং 'প্রতারক' আখ্যা দেন কমলা। পাশাপাশি কমলা হ্যারিস জোর গলায় বলেন, 'আমরা নভেম্বরে জিততে চলেছি।' এদিকে বাইডেনের সমর্থন পেতেই নিজের নির্বাচনী ক্যাম্পেনের জন্যে ৪৬ মিলিয়ন ডলার সংগ্রহ করতে সক্ষম হয়েছেন কমলা। (আরও পড়ুন: Budget 2024 Live: মোদী ৩.০-র প্রথম বাজেট আজ, রেকর্ড গড়বেন নির্মলা)
আরও পড়ুন: Share Market LIVE: ফেব্রুয়ারির বাজেট পেশের পর থেকে সেনসেক্স বেড়েছে ৯০০০ পয়েন্ট!
উল্লেখ্য, বিগত বেশ কয়েক মাস ধরেই জো বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠছিল। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে ঠেকে যে ডেমোক্র্যাটরাই তাঁকে নির্বাচনী লড়াই থেকে সরে যেতে অনুরোধ করছিল। এহেন পরিস্থিতিতে অবশেষে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাইডেন। আর সঙ্গে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে সমর্থন জানিয়েছেন নিজের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। আর কমলা হ্যারিসকে বাইডেন নিজের সমর্থন জানাতেই তা নিয়ে কটাক্ষ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, বাইডেনকে হারানোর থেকে কমলা হ্যারিসে হারানো তাঁর জন্যে বেশি সহজ কাজ হবে।
আরও পড়ুন: বিশেষ নজর ডিফেন্স স্টকে, বাজেটের দিন কিনতে পারেন কোন কোন শেয়ার?
এদিকে শেষ পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী হয়ে কমলা হ্যারিস যদি এই লড়াইয়ে নামেন এবং তিনি জিততে পারেন, তাহলে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন প্রেসিডেন্ট হবেন কমলা। অবশ্য বর্তমান প্রেসিডেন্টের সমর্থন পেলেও এখনও মনোনয়ন পেতে লড়তে হতে হবে কমলাকে। এই আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি প্রদেশ ইউনিটের ডেমোক্র্যাট চেয়ারম্যানরা কমলাকে সমর্থন জানিয়েছেন। এদিকে বাইডেনের প্রশংসা করে বিবৃতি প্রকাশ করলেও কমলাকে সমর্থন জানাননি প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। চুপ থেকেছেন মার্কিন কংগ্রেসের প্রাক্তন স্পিকার ন্যান্সি পেলোসি।
আরও পড়ুন: মোদী জমানায় আগের বাজেটগুলিতে সেনসেক্স উঠেছিল না পড়েছিল? একনজরে পরিসংখ্যান
এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জো বাইডেনের সমর্থন পেয়ে বিবৃতি প্রকাশ করেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রেসিডেন্ট বাইডেনকে তাঁর 'এন্ডর্সমেন্টের' জন্যে ধন্যবাদ জানান কমলা হ্যারিস। পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের সার্ভিসের জন্যে সমগ্র দেশের তরফ থেকে তাঁর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এরপর কমলা বলেন, 'প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বাইডেন আমাকে সমর্থন জানানোয় আমি সম্মানিত। তবে আমি এই মনোনয়ন অর্জন করতে চাই। এই ডেমোক্র্যাটিক দলকে ঐক্যবদ্ধ করতে আমি সবকিছু করব। ট্রাম্প এবং তাঁর প্রোজেক্ট ২০২৫-কে হারাব আমরা। আমাদের কাছে নির্বাচনের জন্যে আর মাত্র ১০৭ দিন আছে। একসঙ্গে আমরা লড়ব এবং জিতব।'