বাংলা নিউজ > ঘরে বাইরে > Biden Snapped at Zelenskyy: ফোনে গলা চড়িয়ে জেলেনস্কির প্রতি বিরক্তি প্রকাশ করেন বাইডেন! দাবি রিপোর্টে

Biden Snapped at Zelenskyy: ফোনে গলা চড়িয়ে জেলেনস্কির প্রতি বিরক্তি প্রকাশ করেন বাইডেন! দাবি রিপোর্টে

জো বাইডেন এবং ভলোদিমির জেলেনস্কি (ছবি - রয়টার্স এবং এপি)

সম্প্রতি ইউক্রেনের জন্য নতুন করে ২৭৫ মিলিয়ন ডলারের প্যাকেজের ঘোষণা করে আমেরিকা। এখনও পর্যন্ত ইউক্রেনকে ১৮.২ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সাহায্য করেছে আমেরিকা।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের উপর হামলা করে রাশিয়া। এরপর কেটে গিয়েছে বহু মাস। যুদ্ধ এখনও চলছে। এই আবহে আমেরিকা ক্রমাগত সাহায্য করে চলেছে ইউক্রেনকে। সরাসরি যুদ্ধে না নামলেও প্রকৃতপক্ষে মার্কিন অস্ত্রই ঠেকিয়ে রেখেছে পুতিনের সর্বগ্রাসা বাহিনীকে। এরই মাঝে নিয়মিত নিজেদের মধ্যে ফোনে কথাও বলছে আমেরিকা ও ইউক্রেনের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভলোদিমির জেলেনস্কি। তবে এমনই এক ফোনালাপের সময় জেলেনস্কির প্রতি নিজের বিরক্তি প্রকাশ করেছিলেন জো বাইডেন। এমনই দাবি করা হল এক মার্কিন সংবাদ চ্যানেল এনবিসির রিপোর্টে।

প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত জুন মাসে এক ফোনালাপের সময় জেলেনস্কি বাইডেনের থেকে আরও সাহায্য চান। তখনই নিজের বিরক্তি প্রকাশ করে বসেন জো বাইডেন। বাইডেন নাকি গলা চড়িয়ে জেলেনস্কিকে বাইডেন বলেছিলেন, ‘আরও একটু কৃতজ্ঞতা দেখান।’ এদিকে সূত্রের বরাত দিয়ে এনবিসির রিপোর্টে দাবি করা হয়েছে, ‘ফোনে জেলেনস্কিকে উপযুক্ত সামরিক চ্যানেলের মাধ্যমে সমস্যাগুলি পরিচালনা করার কথা বলেছিলেন বাইডেন।’   

এদিকে এই ফোনালাপের পর নাকি বাইডেনের সঙ্গে মনোমালিন্য মেটাতে ময়দানে নামেন জেলেনস্কি। ফোনালাপের পরই জেলেনস্কি বাইডেনকে ধন্যবাজ জানান। বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডো বাইডেনেক সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথোপকথন হয়। আমি তাঁর সমর্থনের জন্য কৃতজ্ঞ। ডনবাসের প্রতিরক্ষার জন্য এই সাহায্য আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।’

এদিকে সম্প্রতি ইউক্রেনের জন্য নতুন করে ২৭৫ মিলিয়ন ডলারের প্যাকেজের ঘোষণা করে আমেরিকা। সেই প্যাকেজ ঘোষণার দুই দিন পরই এই রিপোর্ট প্রকাশ্যে এল। এখনও পর্যন্ত ইউক্রেনকে ১৮.২ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সাহায্য করেছে আমেরিকা। আরও এক দফা প্যাকেজের জন্য কংগ্রেসের শরণাপন্ন প্রেসিডেন্ট বাইডেন। তবে রিপোর্টে দাবি করা হচ্ছে, কংগ্রেস এবং সেনেটের কিছু রিবাপলিকান এবং ডেমোক্র্যাটরাই এর বিরোধিতা করছেন। 

বন্ধ করুন