মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বললেন ফোনে। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, তাঁরা ইউক্রেনের নিরাপত্তা ও আর্থিক সহায়তা নিয়ে আলোচনা করেছেন। হোয়াইট হাউসের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, জেলেনস্কির সাথে একটি ফোন কলে বাইডেন মস্কোর আগ্রাসনকে প্রতিহত করার জন্য আমেরিকা ও মিত্র রাষ্ট্রগুলি যেভাবে ‘খরচ’ বাড়িয়েছে, সেই বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে নেওয়া অন্যান্য পদক্ষেপগুলিও তুলে ধরেন বাইডেন।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি বাইডেন উল্লেখ করেছেন যে তাঁর প্রশাসন ইউক্রেনের নিরাপত্তা, মানবিক এবং অর্থনৈতিক সহায়তা বাড়াচ্ছে এবং অতিরিক্ত তহবিল সুনিশ্চিত করতে কংগ্রেসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।’ এদিকে ইউক্রেনিয়ান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ইউক্রেনের অপারেশনের ‘দক্ষতা এবং সাহসিকতার’ প্রশংসা করেন তিনি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট এদিন মার্কিন সেনেটরদের সঙ্গে জুম কলে কথা বলেন।
উল্লেখ্য, ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় অবস্থিত ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক পাওয়ার প্ল্যান্টটি দখল করেছে রাশিয়া। রুশ হামলায় এই প্ল্যান্টে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছিল। সেই সময় থেকেই তেজস্ক্রি পদার্থ ছড়িয়ে পড়া এবং পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রবল হতে থাকে। এর আগেও উত্তর ইউক্রেনে একটি পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র দখল করে রাশিয়া। ইউক্রেনের দাবি, তৃতীয় পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের দিকে ক্রমেই এগোচ্ছে রুশ বাহিনী।