মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচন সামনেই। তার আগে বড়সড় বিপাকে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পুত্র হান্টার বাইডেন। তথ্য গোপন করে বন্দুক কেনার মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করেছে কোর্ট। হান্টারের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে তিনি কোল্ট রিভলভার কেনার সময় যে ফর্ম ফিলাপ করেছিলেন, তাতে দুটি তথ্য মিথ্যা জানিয়ে ছিলেন। প্রথম মিথ্যাটি হল, তিনি সেই সময় মদ্যপ ছিলেন না বলে জানিয়েছিলেন, আর দ্বিতীয় মিথ্যাটি হল, তিনি ফর্মে থাকা সমস্ত তথ্য সত্যি বলে দাবি করেছিলেন।
কিছুদিন আগেই ছেলে হান্টারের বিরুদ্ধে ওঠা তথ্য গোপনের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তিনি কোনও দিনওই তাঁর ছেলে হান্টারকে ক্ষমা করতে পারবেন না ২০১৮ সালে বন্দুক কেনা সংক্রান্ত সেই মামলায়। এদিকে, বাইডেন পরিবারের বাসস্থল ডেলাওয়্যারের উইলমিংটনের কোর্টে হান্টারের বিরুদ্ধে অভিযোগ ঘিরে এই মামলা ওঠে। সেই মামলাতেই কোর্ট অবৈধভাবে বন্দুক রাখার অভিযোগে হান্টারকে দোষী সাব্যস্ত করেছে।
হান্টারের বিরুদ্ধে তৃতীয় অভিযোগ এটা ছিল যে, তিনি অবৈধভাবে এই বন্দুক ১১ দিন নিজের কাছে রাখেন, শেষে তাঁর শ্যালিকা তথা তৎকালীন প্রেমিকা সেই বন্দুক ছুড়ে ফেলেন ডাস্টবিনে। এদিকে, কোর্টে এই মামলার সওয়াল জবাব পর্বে হান্টারের পক্ষের আইনজীবী দাবি করেন যে, তাঁর মক্কেল যে মাদক ক্র্যাক কোকেন গ্রহণ করেছেন, তার সপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি বিপক্ষ। আইনজীবী আরো প্রতিষ্ঠা করেছেন যে সেই সময়ের মধ্যে কেউ হান্টারকে ড্রাগ ব্যবহার করতে দেখেনি। সেই বার্তায় সমর্থন জানিয়েছিলেন হান্টারের মেয়ে নাওমি। তবে হান্টারের ফোন বলেছে অন্য কথা। যেদিন তিনি এই বন্দুক কিনেছিলেন, সেদিন তিনি এক মাদক বিক্রেতার সঙ্গে দেখা করতে যান বলে হ্যালি বাইডেনকে মেসেজ করে ছিলেন, বলে তথ্য উদ্ধার হয়েছে। আরও একটি মেসেজে তিনি লিখেছিলেন, তিনি গাড়িতে শুয়ে ধূমপান করছেন। এই সমস্ত মেসেজের পর এই মামলায় বড়সড় বিপাকে পড়ে যান হান্টার।