বাংলা নিউজ > ঘরে বাইরে > US Reaction on IT Survey on BBC: 'আমরা অবগত, তবে…', ভারতে বিবিসির অফিসে আয়কর দফতরের 'সার্ভে' নিয়ে কী বলল আমেরিকা?

US Reaction on IT Survey on BBC: 'আমরা অবগত, তবে…', ভারতে বিবিসির অফিসে আয়কর দফতরের 'সার্ভে' নিয়ে কী বলল আমেরিকা?

ভারতে বিবিসির অফিসে আয়কর দফতরের 'সার্ভে' নিয়ে কী বলল আমেরিকা? (AP)

আমেরিকায় জানায়, বিশ্বজুড়ে মুক্ত ও স্বাধীন সংবাদমাধ্যমের পক্ষপাতি তারা। পাশাপাশি প্রশ্নকারী সাংবাদিককে বিষয়টি নিয়ে ভারতীয় কর্তৃপক্ষকে প্রশ্ন করতে বলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস।

ভারতে বিবিসির অফিসে আয়কর দফতরের সার্ভে নিয়ে মুখ খুলল মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার তরফে জানিয়ে দেওয়া হল, এই 'সার্ভে' নিয়ে তারা অবগত। তবে বিষয়টি কোনও মতামত জানানোর পরিস্থিতিতে এখনও তারা নেই। তবে আমেরিকায় জানায়, বিশ্বজুড়ে মুক্ত ও স্বাধীন সংবাদমাধ্যমের পক্ষপাতি তারা। পাশাপাশি প্রশ্নকারী সাংবাদিককে বিষয়টি নিয়ে ভারতীয় কর্তৃপক্ষকে প্রশ্ন করতে বলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস। এদিকে এই সার্ভের বিষয়টির ওপর ব্রিটিশ সরকারও নজর রাখছে বলে জানানো হয়েছে। অপরদিকে বিবিসি কর্তৃপক্ষ এই সার্ভে চলাকালীন আয়কর দফতরের আধিকারিকদের পূর্ণ সহযোগিতার বার্তা দিয়েছেন।

এই আবহে গতকাল এক প্রশ্নের জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বিবিসি ইস্যুতে বলেন, 'দিল্লিতে বিবিসির অফিসে ভারতীয় আয়কর দফতরের তল্লাশির বিষয়ে আমি অবগত। তবে এই বিষয়ে আরও জানতে হলে আমি আপনাকে বলব যে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন। তবে সার্বিক ভাবে আমি এটা বলতে পারি যে বিশ্বজুড়ে আমরা স্বাধীন গণমাধ্যমকে সমর্থন করি। নিজের নিজের বিশ্বাস ও ধর্মের অনুশীলনের স্বাধীনতার পক্ষেও আমরা সওয়াল করে থাকি ধারাবাহিকভাবে। এই বিষয়গুলি বিশ্বজুড়ে গণতন্ত্রকে শক্তিশালী করে তোলে। এটাই মার্কিন গণতন্ত্রকে শক্তিশালী করে তুলেছে। এটাই ভারতীয় গণতন্ত্রকে শক্তিশালী করে তুলেছে।'

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ আয়কর কর্তারা নয়াদিল্লির কেজি মার্গে বিবিসি অফিসে পৌঁছে যান। মুম্বইয়ের সান্তাক্রুজেও ব্রিটিশ সম্প্রচারকারী সংস্থার দফতরে প্রায় একই সময়ে আয়কর দফতর উপস্থিত হন। এরপর থেকে টানা তল্লাশি চলছে। জানা গিয়েছে, আয়কর কর্তারা বিবিসি অফিসের ফাইন্যান্স বিভাগের নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টের নথি যাচাই করছেন। প্রাথমিক খবর অনুযায়ী, তদন্ত চলাকালীন বিবিসি অফিসে উপস্থিত সকল কর্মীদের মোবাইল ফোন জমা নিয়ে নেন আয়কর আধিকারিকরা। অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স বিভাগের কম্পিউটারের ডেটাও স্ক্যান করা হয়। অফিসের ল্যাপটপও স্ক্যান করা হয়। তবে কোনওকিছুই বাজেয়াপ্ত করার বিষয়ে কিছু জানায়নি আয়কর দফতর।

ঠিক কেন আয়কর হানা হল? সেই বিষয়ে অবশ্য এখনই কিছু বলছে না কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই বিষয়ে বলেন, 'আয়কর দফতর ধারাবাহিকভাবে রুটিন সার্ভে পরিচালনা করে থাকে। সার্ভে সম্পন্ন হলেই সংশ্লিষ্ট বিষয় সম্পর্কিত যাবতীয় তথ্য প্রকাশ করা হবে আয়কর দফতরের তরফে। সার্ভে চলাকালীন যাবতীয় নথি পর্যালোচনা সম্পন্ন হবে। তখন আমরা আপনাদের সেই বিষয়ে সমস্ত তথ্য বিস্তারিতভাবে দিয়ে দেব।'

ঘরে বাইরে খবর

Latest News

ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.