প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনাই এখন বেশি। এরই মাঝে রিপাবলিকানদের ঝুলিতে এল আরও বেশ কয়েকটি জয়। রিপোর্ট অনুযায়ী, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের ক্ষমতা দখল করে নিল রিপাবলিকানরা। ডেমোক্র্যাটদের হাতে যে আসনগুলি ছিল, সেগুলিতে রিপাবলিকানরা জিতে গিয়েছেন। এপির প্রতিবেদন অনুযায়ী, আজকের ফলের নিরিখে সেনেটে রিপাবলিকানের সদস্য সংখ্যা হল ৫১। আর ডেমোক্র্যাট সদস্যের সংখ্যা হল ৪২। আর চার বছরে প্রথমবার সেনেটের দখল নিল রিপাবলিকানরা। এছাড়াও মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেসেন্টেটিভেও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দিকে এগোচ্ছে রিপাবলিকানরা। (আরও পড়ুন: ভোটের ফলে আমেরিকায় তৈরি হতে পারে কোন পরিস্থিতি? ভারতের ওপর পড়বে কোন প্রভাব?)
আরও পড়ুন: প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট… ট্রাম্পের গৌরবময় দিনে ফিরে দেখুন তাঁর লজ্জার ইতিহাস
ওয়েস্ট ভার্জিনিয়া এবং ওয়ায়োতে দু'টি আসনেই রিপাবলিকানরা সেনেটের খেলা ঘুরিয়েছেন। ওয়েস্ট ভার্জিনিয়ার সেনেট আসনটি এর আগে জো মানচিনের দখলে ছিল। তিনি ডেমোক্র্যাট ছিলেন। তবে এবারে নির্দল হিসেবে ভোটে লড়ছিলেন তিনি। এই আসনে রিপাবলিকান জিম জাস্টিস জয়ী হতে চলেছেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে অ্যাসোসিয়েট প্রেসের তরফ থেকে। (আরও পড়ুন: মার্কিন নির্বাচন যেন 'দক্ষিণ ভারতীয় মিনি ডার্বি', একদিকে কমলা, অপরদিকে ঊষা)
আরও পড়ুন: ২৫০ বছর আগে যেথায় আমেরিকার জন্ম, সেই পেনসিলভেনিয়াই ভবিষ্যতের দিশা দেখাবে USA-কে?
এদিকে ওহায়োর সেনেট আসনে ডেমোক্র্যাট সেনেটর শেরড ব্রাউনকে হারাতে চলেছেন রিপাবলিকান প্রার্থী বার্নি মরেনো। উল্লেখ্য, শেরড ব্রাউন এই আসন থেকে তিনবারের সেনেটর। তবে এবার তিনি রিপাবলিকান ঝড়ে গড় ধরে রাখতে পারলেন না। (আরও পড়ুন: ভোট গণনার মাঝে সমর্থকদের ফেরালেন কমলা হ্যারিস, কী বলল ডেমোক্র্যাট শিবির?)
আরও পড়ুন: ভোটে কারচুপির অভিযোগ ট্রাম্পের, 'ভিত্তিহীন দাবি', বললেন স্থানীয় রিপাবলিকান নেতা
আরও পড়ুন: কমলার হয়ে কি 'কলকাঠি নেড়েছে' সুন্দরের গুগল? 'ভুল স্বীকার' টেক সংস্থার
উল্লেখ্য, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে মোট ১০০টি আসন আছে। আমেরিকার প্রতিটি প্রদেশ থেকে ২টি করে আসন বরাদ্দ থাকে সেনেটে। প্রতি ২ বছর অন্তর অন্তর এর মধ্যে এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন হয়। এই আবহে এবার ৩৪টি আসনে ভোট হচ্ছে। আর আজকের ফলাফলের নিরিখে সেনেটে মোট রিপাবলিকান সেনেটরের সংখ্যা ৫১ হচ্ছে। এদিকে মার্কিন হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের ভোট হয়েছে আজ। ৪৩৫ সংখ্যা বিশিষ্ট এই নিম্ন কক্ষেও রিপাবলিকানরাই জয়ী হবেন বলে মনে করা হচ্ছে।