নির্বাচনী প্রচারে আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আর তিনি দ্বিতীয়বার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পরেই বেআইনি অভিবাসী নিয়ে কঠোর অবস্থান নিয়েছে আমেরিকা। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। এবার ব্রাজিলের একাধিক নাগরিককে দেশে পাঠানোর সময় তাদের সঙ্গে অমানবিক ব্যবহার করার অভিযোগ উঠল আমেরিকার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, তাদের হাতকড়া পরিয়ে এবং পায়ে শিকল পরিয়ে দেশে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, যে বিমানে করে তাদের পাঠানো হয়েছিল তাতে এসি বন্ধ ছিল। এমনকী তেষ্টায় গলা শুকিয়ে গেলেও পানীয় জলটুকু দেওয়া হয়নি তাদের। এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। আমেরিকার কাছ থেকে জবাব চেয়েছে ব্রাজিল সরকার।
আরও পড়ুন: ভারতীয় বাবা-মাকে আমেরিকায় ঢুকতেই দিলেন না বিমানবন্দরের আধিকারিকরা: রিপোর্ট
অভিযোগ উঠেছে, আমেরিকা থেকে ব্রাজিলের যে সমস্ত নাগরিকদের দেশে পাঠানো হয়েছে তার মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়েছে পড়েন। বিমান থেকে নামার পরেও তাদের হাতকড়া পরানো ছিল। সেই ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়েছে আমেরিকা। নাগরিকদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছে ব্রাজিল।
তথ্য অনুযায়ী, সম্প্রতি আমেরিকা থেকে ব্রাজিলে ফিরে আসা কয়েক ডজন লোকের হাতে হাতকড়া ছিল। আমেরিকান বিমান থেকে ফিরে আসা ব্রাজিলের নাগরিকরা অভিযোগ তোলেন, বিমানে তাদের জল দেওয়া হয়। এসি পর্যন্ত চালানো হয়নি। ব্রাজিল সরকার এর তীব্র বিরোধিতা করেছে। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার বলেছে, অভিবাসীদের সঙ্গে এই আচরণ করে মানবাধিকার লঙ্ঘন করেছে আমেরিকা। পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছে, নাগরিকদের সঙ্গে এরকম আচরণের জন্য ব্রাজিল মার্কিন সরকারের কাছে ব্যাখ্যা চাইবে।
এদিকে, আমেরিকা থেকে ফিরে আসা ব্রাজিল নাগরিকরা এই ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এডগার দা সিলভা মউরা নামে একজন ৩১ বছর বয়সি কম্পিউটার টেকনিশিয়ান বলেছেন, যে তিনি গত সাত মাস ধরে আটক ছিলেন। তিনি বলেন, ‘তারা আমাদের বিমানে পানীয় জল দেয়নি। আমাদের হাত-পা বাঁধা ছিল। এমনকী বাথরুমেও যেতে দেওয়া হয়নি। বিমানের ভিতরে খুব গরম ছিল। কিছু লোক ভিতরে অজ্ঞান হয়ে পড়েছিলেন। ২১ বছর বয়সি ব্রাজিলের অন্য এক নাগরিক লুইস আন্তোনিও জানান, বিমানে চার ঘণ্টা এসি ছাড়া শ্বাস কষ্ট হচ্ছিল। তাদের সঙ্গে অপরাধীদের মতো ব্যবহার করা হয়েছে।