বাংলা নিউজ > ঘরে বাইরে > School on sale prank: নিজের স্কুলকেই বিক্রির চেষ্টায় বিজ্ঞাপন পড়ুয়ার! লেখা হল, ‘অর্ধ কার্যকরী ভালো জেল’, দাম কত?

School on sale prank: নিজের স্কুলকেই বিক্রির চেষ্টায় বিজ্ঞাপন পড়ুয়ার! লেখা হল, ‘অর্ধ কার্যকরী ভালো জেল’, দাম কত?

পড়ুয়ার স্কুল বিক্রির চেষ্টা 'জিলো'তে! প্রতীকী ছবি।

পোস্টে সে স্কুলের দাম লিখেছে, ৪২,০৬৯ মার্কিন ডলার। পড়ুয়ার মশকরার ক্ষমতায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই অবাক। কারণ এতক্ষণে সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট ভাইরাল।

নিজের স্কুলকে এবার 'বিক্রি' করে দেওয়ার চেষ্টা পড়ুয়ার! এই ঘটনা এদেশের নয়, মার্কিন মুলুকে ঘটেছে। সেখানে জিলো অ্যাপে স্কুলের গুগল ইমেজ-এর ছবি পোস্ট করে পড়ুয়া ইয়ার্কির ছলে লিখেছে, ‘একটি ভালো অর্ধ কার্যকরি জেল’, আর সেটিই বিক্রি আছে বলে সে দাবি করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ফোর্ট মিড-এর মিড হাইস্কুলের এক পড়ুয়া তার নিজের স্কুলকেই বিক্রির জন্য জিলো-এর ওয়েবসাইটে ছবি পোস্ট করে। স্কুল বিক্রির জন্য সে ব্যাপক দামও ধার্য করে। পোস্টে সে স্কুলের দাম লিখেছে, ৪২,০৬৯ মার্কিন ডলার। পড়ুয়ার মশকরার ক্ষমতায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই অবাক। কারণ এতক্ষণে সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট ভাইরাল। এদিকে, স্কুল বিক্রির বিজ্ঞাপনে সে স্কুল সম্পর্কে তীব্র কটাক্ষে বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেছে। সেখানে সে লিখেছে, স্কুলে থাকে ‘ অত্যন্ত দুর্গন্ধ যুক্ত এয়ার ফ্রেশনার ও জলের সমস্যা।’ বহু পড়ুয়া তা নিয়ে মন্তব্যকে একজোট হয়ে লিখেছে, স্কুলটি ‘অর্ধকার্যকরী ভালো জেল’। অনেকে মজা করে লিখেছে, ‘স্কুলে আছে এমন কিছু কীট, যা পর পর ধাপে আপনাকে কামড়ে মেরে ফেলতে পারে।’

 

<p>এই পোস্ট ঘিরেই তোলপাড়।</p>

এই পোস্ট ঘিরেই তোলপাড়।

( 'মুসলিম লিগ ধর্মনিরপেক্ষ দল', আমেরিকায় মন্তব্য রাহুলের, ক্ষোভ উগরে দিল বিজেপি)

এদিকে, এই ইয়ার্কি নিয়ে অ্যান অ্যারুনডেল কাউন্টি পাবলিক স্কুলের কর্পক্ষ বেশ মজার ছলেই নিয়েছেন বিষয়টিকে। এমনই তথ্য দিয়েছে এলাকার স্থানীয়রা। সেখানে কর্তৃপক্ষ বলছে, ‘এটি অসম্ভব সুন্দর সৃষ্টিশীল বিজ্ঞাপন।’ জানা যাচ্ছে, যে স্কুলে এই ঘটনা ঘটেছে, তারা বেশ হালকাভাবেই নিয়েছেন গোটা বিষয়টিকে। বেশ মজার ছলে সকলে মিলে তারা বিষয়টি নিয়ে বেশ মশকরা করে চলেছেন। কর্তৃপক্ষ মজার ছলে ওই বিজ্ঞাপন নিয়ে মন্তব্য করে বলছেন, ‘এই অফার বাজারে বেশিদিন থাকবে না!’ সব মিলিয়ে গোটা ঘটনা ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। অনেকেই এমন মশকরার সমর্থনে রয়েছেন, অনেকে আবার তার বিরোধিতায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন