ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা চিলুকুড়িকে নাকি 'অসম্মান' করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এমনই অভিযোগ করা হচ্ছে। সম্প্রতি ভান্সের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা নিয়েই চর্চা তুঙ্গে। ভাইরাল ভিডিয়োতে দাবি করা হচ্ছে, ঊষাকে নাকি নিজের কথায় নাচাচ্ছেন জেডি ভান্স। পাশাপাশি ঊষার বোধবুদ্ধির নিয়েও নাকি 'কটাক্ষের আভাস' মিলেছে ভান্সের বক্তব্যে। (আরও পড়ুন: মার্কিন পডকাস্টারের সঙ্গে ৩ ঘণ্টা কথা মোদীর, কে এই লেক্স ফ্রিডম্যান?)
আরও পড়ুন: ৪ পুলিশ স্টেশনে হামলা তালিবানি জঙ্গিদের, ফের গুলি-বোমার আওয়াজে কাঁপল পাকিস্তান
কী বলেছেন জেডি ভান্স?
ভাইরাল ভিডিয়োটি মিশিগানে একটি অনুষ্ঠানের। সেখানে জেডি ভান্সকে বলতে শোনা গিয়েছে, 'যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি হিসেবে তিনি দারুণ কাজ করছেন এবং তাঁকে আমার পাশে পেয়ে আমি গর্বিত। ব্যাপারটা এখানেই। সব ক্যামেরা চলছে; আমি যাই বলি না কেন, যতই ভুলভাল কথা হোক না কেন, তাঁকে হাসতে হবে এবং উদযাপন করতে হবে।' তাঁর স্বামীর এই মন্তব্য করার সময় সত্যিই হাসছিলেন ঊষা। দর্শকদের মধ্যেও তখন হাসির রোল উঠেছিল। (আরও পড়ুন: তীর্থযাত্রীদের ওপর হামলার ছক কষেছিল, হাফিজ সইদ ঘনিষ্ঠ সেই লস্কর নেতা খুন পাকিস্তানে)
আরও পড়ুন: 'দেশ বিরোধী চক্রান্তের অভিযোগ', বাংলাদেশে গ্রেফতার বিশ্ব হিন্দু পরিষদের মহাসচিব
যদিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ হাজার হাজার দর্শকের ভান্সের এই বক্তব্যকে ভালভাবে নেননি। তাঁদের মধ্যে কেউ কেউ মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে 'অপমান' করার অভিযোগ করেছেন। এই নিয়ে রিচার্ড নামে একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, 'তাঁর স্ত্রী সম্পর্কে জেডি ভান্সের মন্তব্য অবমাননাকর ছিল। যেন তিনি নিজের স্ত্রীকে নিয়ন্ত্রণ করেন। এটি তাঁর ঔদ্ধত্যের আরও একটি উদাহরণ। প্রকাশ্য মঞ্চে স্ত্রীর প্রতিও অসম্মান প্রদর্শন করছেন তিনি। তাঁর বিভেদমূলক মন্তব্যের ধরন প্রমাণ করে যে তিনি দেশকে নেতৃত দেওয়াবের জন্য অযোগ্য।' অপর এক নেটিজেন অবশ্য রিচার্ডকে জবাবে লেখেন, 'এটি একটি রসিকতা ছিল, এবং আপনি সেই অংশটা বাদ দিয়ে দিলেন যেখানে তিনি তাঁর স্ত্রীর প্রশংসা করছিলেন।' অন্য একজন আবার কমেন্ট করেন, 'হাস্যরসে সবসময়, সবসময়, কিছু সত্য থাকে।' (আরও পড়ুন: হাসিনার খুড়তুতো ভাই ভারতে হিন্দু সেজে থাকছেন, আছে আধার, অভিযোগ বাংলাদেশ মিডিয়ার)
এর আগে নিজের নিজের শপথ গ্রহণের দিন ডোনাল্ড ট্রাম্পের গলায় শোনা গিয়েছিল ঊষা ভান্সের প্রশংসা। ট্রাম্প বলেছিলেন, 'জেডি ভান্সের থেকে বেশি স্মার্ট ঊষা। সম্ভব হলে ঊষাকেই ভাইস প্রেসিডেন্ট বানাতাম।' এদিকে নিজের রাজনৈতিক উত্থানের নেপথ্যে তাঁর স্ত্রীর অবদান প্রথম থেকেই স্বীকার করে এসেছেন জেডি ভান্স। (আরও পড়ুন: ধৃত ২১, হোলির দিন গোষ্ঠী সংঘর্ষের পর কেমন আছে সাঁইথিয়া? সংঘাত নানুরেও)
ঊষা চিলুকুড়ি ভান্স কে?
ঊষা চিলুকুড়ি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি করেছেন। ঊষা চিলুকুড়ি ভান্স ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রযুক্তি জার্নালের ম্য়ানেজিং এডিটর এবং ইয়েল ল জার্নালের এক্সিকিউটিভ ডেভলপমেন্ট এডিটর হিসাবে কাজ করেছেন। এদিকে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর করেন। ২০১৪ সালে কেন্টাকিতে জেডির সঙ্গে বিয়ে হয়েছিল ঊষার। এদিকে শুরুতে ২০১৪ পর্যন্ত ঊষা রেজিস্টার্ড ডেমোক্র্যাট ছিলেন। পরে ২০২২ সালে তিনি রেজিস্টার্ড রিপাবলিকান হন। এদিকে স্ত্রীর হিন্দু ধর্মে বিশ্বাসই তাঁকে এই স্থানে পৌঁছে দিয়েছেন বলে মনে করেন জেডি ভান্স। দীর্ঘদিন আইনি বিভাগে কাজ করেছেন ঊষা। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জন রবার্টস এবং বিচারপতি ব্রেট কেভানার অধীনেও কাজ করেছেন ঊষা।
অন্ধ্রপ্রদেশে অবস্থিত ঊষার আদি গ্রামের নাম ভাদলুরু। জানা যায়, ঊষা ভান্সের বাবা কৃষ চিলুকুড়ি রাধাকৃষ্ণান চেন্নাইতেই বড় হয়েছিলেন, পরে তিনি আমেরিকায় চলে যান পড়াশোনার জন্য। যদিও পরবর্তীকালে ঊষা ভান্স কখনওই ভারতের সেই গ্রামে যাননি, তবে তাঁর বাবা কয়েক বছর আগে একবার গিয়েছিলেন সেখানে। ঊষার বাবা একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার এবং মা লক্ষ্মী একজন বায়োলজিস্ট। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে আছেন। তাঁরা দু'জনেই মার্কিন নাগরিক।