ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে পর্যালোচনা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন সফরে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ও সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে মিটিংয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে কথাবার্তা বললেন।
৬দিনের আমেরিকা সফরে এস জয়শঙ্কর। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারে বসার পরে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ট্রাম্পের টিমের সঙ্গেও তিনি আলোচনা করতে পারেন বলে খবর ওয়াকিবহাল মহলের।
জয়শঙ্কর নিউ ইয়র্ক, শিকাগো, সানফ্রান্সিসকো, সিয়াটেল, হাউস্টন, আটলান্টার ভারতীয় কনসাল জেনারেলদের সঙ্গে কথা বলেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, মার্কিন এনএসএ জেক সুলিভানের সঙ্গে সকালে ওয়াশিংটন ডিসিতে দেখা হয়েছে। খুব ভালো। (ভারত মার্কিন) সম্পর্ক নিয়ে বিস্তারিত কথা হয়েছে। আঞ্চলিক ও বিশ্বের উন্নয়নের নানা দিক নিয়ে কথা হয়েছে।
ব্লিঙ্কেনের সঙ্গে মিটিং নিয়ে তিনি জানিয়েছেন এক্স হ্য়ান্ডেলে, চার বছরে ভারত মার্কিন সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। …আমাদের উভয়ের পারস্পরিক স্বার্থ রক্ষা হবে এনিয়ে দৃঢ় প্রতিজ্ঞ। আন্তর্জাতিক ক্ষেত্রেও মঙ্গল হবে।
ভারতের কনসাল জেনারেলদের সঙ্গে মিটিং নিয়েও আলোচনা ভালো হয়েছে বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। বিদেশমন্ত্রক জানিয়েছিল সোমবার যে তিনি তাঁর কাউন্টারপার্টদের সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে জানানো হয়েছিল।