বাংলা নিউজ > ঘরে বাইরে > ট্রেন ঢুকছে স্টেশনে, ধাক্কা দিয়ে শিশুকে রেললাইনে ফেলে দিলেন মহিলা, দেখুন Video

ট্রেন ঢুকছে স্টেশনে, ধাক্কা দিয়ে শিশুকে রেললাইনে ফেলে দিলেন মহিলা, দেখুন Video

বিদেশের একটি স্টেশনের ছবি। প্রতীকী ছবি (Photo by Dimitar DILKOFF / AFP) (AFP)

অ্যাটর্নি অফিসের তরফে বলা হয়েছে, ঘাতককে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তার নাম ব্রিয়ান্না লেস ওয়ার্কম্যান। বয়স ৩২ বছর।

মল্লিকা সোনি

প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল মেয়েটি। ট্রেন ঢুকব ঢুকব করছে। আর সেই সময়ই ভয়াবহ ঘটনা। প্লাটফর্মের উপর থেকে রেললাইনের উপর শিশুটিকে ঠেলে দিল একজন।ক্যামেরায় ধরা পড়়েছে ওই ছোট্ট মেয়েকে ঠেলে দিলেন এক মহিলা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে ওই ভয়াবহ ছবি। গত সপ্তাহে ওই দুর্ঘটনাটি হয়েছিল। আমেরিকার মাল্টনোমা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের তরফে ওয়েবসাইটে এই ভিডিয়ো সামনে আনা হয়েছে।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ৩ বছর বয়সী ওই শিশুটি ট্রেনের জন্য় অপেক্ষা করছে। প্লাটফর্মে মা তার সঙ্গে ছিলেন। এমন সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওখানে বসেছিল। এরপর সে তাকে ধাক্কা দিয়ে ছোট্ট মেয়েটিকে রেললাইনে ফেলে দেয়।

এদিকে অ্যাটর্নি অফিসের তরফে বলা হয়েছে, ঘাতককে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তার নাম ব্রিয়ান্না লেস ওয়ার্কম্যান। বয়স ৩২ বছর।

মার্কিন মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মেয়েটি গিয়ে রেললাইনের উপর পড়ে। ধাতব রেললাইনে তারা মাথাটি গিয়ে ধাক্কা খায়। এর জেরে তারা মাথায় আঘাত লেগেছে। কপালেও লাল দাগ হয়ে গিয়েছে। এদিকে অন্যরা গিয়ে দ্রুত মেয়েটিকে তোলার চেষ্টা করেন। এদিকে ট্রেনও সেই সময় স্টেশনে ঢুকছিল। একজন গিয়ে দ্রুত মেয়েটিকে তুলে আনেন। তবে এই ভিডিয়ো একেবারে শিউরে ওঠার মতোই।

এক যাত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কোনও ক্ষমা নেই। আমি কিছুতেই বুঝতে পারছি না কেউ এই কাজ কীভাবে করতে পারে।

এদিকে সূত্রের খবর, ঘাতককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হামলা চালানো, সরকারি পরিবহণকে বাধা দেওয়া, অপরকে বিপন্ন করার মতো অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে।

এদিকে কেন ওই মহিলা এভাবে বাচ্চাটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। এদিকে ভিডিয়োতে দেখা গিয়েছে প্লাটফর্মে ট্রেনটি ঢুকবে। মায়ের হাত ছেড়েই শিশুটি প্লাটফর্মে দাঁড়িয়েছিল। মা সম্ভবত মোবাইল দেখছিলেন। এমন সময় অভিযুক্ত তার পেছনেই বসেছিলেন। আচমকাই সে উঠে বাচ্চাটিকে ধাক্কা দিয়ে দেয়। এর জেরে বাচ্চাটি একেবারে সোজা রেললাইনে গিয়ে পড়ে। এরপর আবার অভিযুক্ত বসে পড়ে আগের জায়গায়। কয়েকজন যাত্রী দ্রুত বাচ্চাটিকে রেললাইন থেকে তাকে তুলে ফেলেন। অল্পের জন্য প্রাণ রক্ষা হয়েছে ওই বাচ্চাটির।

কিন্তু কেন এভাবে বাচ্চাটিকে ঠেলে দেওয়া হয়েছিল তা নিয়ে উত্তর মেলেনি এখনও।

 

বন্ধ করুন