সান্দ্রা হেমে। ওই মহিলা খুনের অভিযোগে ৪৩ বছর ধরে জেল খাটছেন। আমেরিকার আদালত সম্প্রতি তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। বিচারপতি রায়ান হর্সম্যান তাঁর বিচারের রায়ে জানিয়েছেন, এই মহিলা যে নির্দোষ সেটা তিনি প্রমাণ দিয়েছেন। তাকে ৩০ দিনের মধ্য়ে মুক্তি দেওয়া দরকার। সেই সঙ্গেই বিচারপতি জানিয়েছেন, ওই মহিলা যে নির্দোষ তার স্বপক্ষে ঠিকঠাক প্রমাণ এতদিন জোগাড় করা হয়নি। হেমের আইনজীবী ছিলেন নিউ ইয়র্কের ইনসোন্সে প্রজেক্টের আওতায়। তিনি জানিয়েছেন, দোষ না করে কোনও মহিলাকে এতদিন ধরে জেল খাটতে হল।
ওই মহিলাকে যাতে দ্রুত মুক্তি দেওয়া হয় তার আবেদন করা হয়েছে। তার সঙ্গে যাতে তার পরিবারের দেখা করিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করার জন্যও বলা হয়েছে।
৩১ বছর বয়সি লাইব্রেরির কর্মচারী প্যাট্রিসিয়া জেসচকে-কে হত্যা করা হয়েছিল। এরপর ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ ওঠে। কিন্তু তিনি যে নির্দোষ সেটাকে তুলে আনা হচ্ছিল না।
১৯৮০ সালের ১৩ নভেম্বর এই মামলা শুরু হয়েছিল। জেসকের মা দেখেছিলেন তার মেয়ের দেহ পড়ে রয়েছে অ্যাপার্টমেন্টে। এদিকে হেম আগে মানসিক কিছু সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেক্ষেত্রে খুনের দু সপ্তাহ পরে তাকে এই খুনের পেছনে দায়ী বলে সন্দেহ করা হয়। জেরা করার সময় ওই মহিলা ওষুধ খেয়ে থাকতেন। ফলে তিনি যথাযথ উত্তর দিতে পারতেন না। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠছে। কেন তাকে এতদিন জেলখানায় কাটাতে হল সেই প্রশ্ন উঠছে।