রাশিয়া থেকে কম দামে তেল কেনার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে ভারত। এই আবহে ‘অস্বস্তিতে’ রয়েছে আমেরিকা। ভারতের সঙ্গে সাম্প্রতিক কালে ‘ভালো সম্পর্ক’ তৈরি হয়েছে আমেরিকার। তবে রাশিয়া ঐতিহাসিক ভাবে রাশিয়ার বন্ধু। এই আবহে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আমেরিকা ভারতকে কাছে টানতে চেয়েও পায়নি। এই আবহে এবার দিল্লি আবার রাশিয়া থেকে কম দামে তেল কেনার বিষয়ে এগোচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এই আবহে মার্কিন যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ করবে সেই দিকে অনেকেরই নজর।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বলা হয়েছিল, রাশিয়া থেকে ভারত যদি তেল কেনে তা নিষেধাজ্ঞা লঙ্ঘনের পর্যায়ে পড়বে না। তবে তার সঙ্গে হোয়াইট হাউস এও বুঝিয়ে দিয়েছিল যে তারা চায় না যে ভারত রাশিয়া থেকে তেল কিনুক। সেই প্রসঙ্হে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছিলেন, ‘ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা ইতিহাসের কোন দিকে থাকতে চায়।’ এবার গতকাল এই প্রসঙ্গেই জেন সাকি সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন স্তরে ভারতের সঙ্গে এই বিষয়ে (রাশিয়া থেকে তেল কেনা) যোগাযোগ রাখা হচ্ছে। তবে প্রেসিডেন্ট বাইডেন এখনও এই বিষয়ে জড়াননি। যদি এমনটা হয়, তাহলে আপনাদের সেই বিষয়ে অবগত করা হবে।’ এর আগে ভারত সরকারের তরফে বলা হয়েছিল, ভারতের জ্বালানির চাহিদা যুক্তিযুক্ত এবং এটিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখা ঠিক হবে না।
জেন সাকি গতকাল এই বিষয়ে বলেন, ‘যখন আমরা রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, তখন প্রতিটি দেশ সেই সিদ্ধান্ত নেয়নি এবং আমরা তা স্বীকার করি। এবং এই ক্ষেত্রে ইউরোপের কিছু দেশসহ বিভিন্ন দেশের পৃথক অর্থনৈতিক যুক্তি রয়েছে। কিন্তু আমরা সারা বিশ্বের যেকোনও নেতার কাছে যা প্রজেক্ট করব বা জানাব তা হল - বাকি বিশ্ব দেখছে আপনি কোথায় দাঁড়াতে চলেছেন কারণ এটি এই সংঘাতের সাথে সম্পর্কিত। যে কোনও রূপে হোক না কেন, রাশিয়ার প্রতি তাদের সমর্থন আাদের নজরে পড়বে। এই রাশিয়াই অবৈধভাবে ইউক্রেন আক্রমণ করেছে।’