কয়েকদিন আগেই তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রী হয়েই ইতালি গিয়ে জি৭ সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদী। সেখানে ইউক্রেন শান্তি চুক্তিতে স্বাক্ষর ছিল না ভারতের। আর এবার রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে দেখা করতে চলেছেন নরেন্দ্র মোদী। যা নিয়ে এবার 'সামান্য উদ্বেগ' প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র। মোদীর মস্কো সফর নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট কার্ট ক্যাম্পবেল বলেন, 'প্রযুক্তি এবং সামরিক ক্ষেত্রে রাশিয়ার সাথে ভারতের সখ্যতা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। তবে ভারতের সাথে আমেরিকার বন্ধুত্বের ওপরে আমাদের বিশ্বাস রয়েছে।' (আরও পড়ুন: সংখ্যালঘুদের ওপর হিংসা নিয়ে উদ্বেগ, 'ভারতে ধর্মীয় স্বাধীনতা' নিয়ে বিস্ফোরক USA)
আরও পড়ুন: প্রেসিডেন্ট মুইজ্জুর ওপর 'কালো জাদু' করার অভিযোগে গ্রেফতার মলদ্বীপের ২ মন্ত্রী!
আরও পড়ুন: পান্নুনকাণ্ডে ভারতের জবাবদিহি চাই, 'নরমে গরমে' দিল্লিকে বার্তা ওয়াশিংটনের
কার্ট ক্যাম্পবেল বলেন, 'ভারতের সঙ্গে আমরা সব সময়ই বিস্তারিত ভাবে খোলাখুলি আলোচনা করি। আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে কথা বলি। আবার ভারত-রাশিয় সম্পর্ক নিয়েও কথা হয় আমাদের। ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব কোন কোন ক্ষেত্রে আমাদের জন্যে উদ্বেগের, তা আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছি। আমরা এই নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশও করেছি। তবে প্রযুক্তি এবং সামরিক খাতে ভারত-রাশিয়ার সম্পর্ক যাতে বজায় না থাকে তার জন্য আমরা পদক্ষেপ করব। ভারতের সঙ্গে এই সব ক্ষেত্রে আমাদের সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে। আমরা সেই সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাইছি।' (আরও পড়ুন: মায়ানমারে অশান্তির জেরে থমকে কলকাতা-ব্যাংকক ত্রিদেশীয় হাইওয়ের কাজ, বৈঠকে জয়শঙ্কর)
আরও পড়ুন: ডিবেটের পর বাইডেনকে প্রেসিডেন্ট পদপ্রার্থী না করার ভাবনা ডেমোক্র্যাটদের: রিপোর্ট
এরপর মার্কিন নেতা বলেন, 'আমেরিকা এবং ভারত, উভয় দেশই শক্তিশালী। আমাদের অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। তবে ঐতিহাসিক ভাবে অনেক ক্ষেত্রেই আমাদের দৃষ্টিভঙ্গি, সম্পর্ক পৃথক থাকতেই পারে। আমেরিকা ও ভারতের কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা একে অপরকে সম্মান দিয়ে পারস্পরিক মতামত শুনে থাকি। তবে যে সব ক্ষেত্রে আমাদের এখনও মিল হয়নি, সেই সব বিষয় ক্রমেই কমে আসছে।'
আরও পড়ুন: মোদীর উদ্বোধন করা অংশ 'অটুট', দিল্লি বিমানবন্দরে ভেঙে পড়া ছাদ তৈরি ২০০৯ সালে
উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার বিদেশ দফতরের সূত্রের তরফ থেকে দাবি করা হয়, আগামী মাসেই রাশিয়ায় যেতে পারেন মোদী। এর আগে মোদী তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী পথে শপথ নেওয়ার পরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দু'দেশের সম্পর্ককে আরও মজবুত করার কথা জানিয়েছিলেন পুতিন।