আমেরিকার নির্বাচনে ইতিমধ্যেই ৬ কোটির মতো আগাম ভোট পড়ে গিয়েছে। এরই মাঝে 'ছাপ্পা ভোট' নিয়ে অভিযোগ উঠেছে সেখানে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি ভিডিয়ো ভাইরাল হয়। তাতে দাবি করা হয়, হাইতির এক নাগরিক নাকি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের জন্যে একাধিক ভোট দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। ২০ সেকেন্ডের সেই ভিডিয়ো ঘিরে তোলপাড় মার্কিন মুলুক। তবে তদন্ত করে মার্কিন গোয়েন্দারা দাবি করেছে, এই ভিডিয়োটি ভুয়ো। রাশিয়া এই ধরনের ভিডিয়ো প্রচার করে মার্কিন নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে চাইছে। এভাবেই মার্কিন নাগরিকদের বিভক্ত করতে চাইছে মস্কো। (আরও পড়ুন: শেয়ার বাজারে 'মুহূর্তের ঝড়', সম্বৎ ২০৮১-র শুরুতেই কত লাভ হল বিনিয়োগকারীদের?)
আরও পড়ুন: নবান্ন দখলের অঙ্ক কষতে তৃণমূলের থেকে কত কোটি নিয়েছেন? মুখ খুললেন প্রশান্ত কিশোর
আরও পড়ুন: কালীপুজোয় রাতভর বাজি ফাটল কলকাতায়, বাতাসের মান হল 'খুবই অস্বাস্থ্যকর'
জানা গিয়েছে, আমেরিকার জর্জিয়া প্রদেশে এই 'ছাপ্পা ভোট' পড়া নিয়ে ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এই নিয়ে জর্জিয়া প্রদেশের সেক্রেটারি অফ স্টেট ব্র্যাড রাফেনস্পার্গার বলেন, 'এই ভিডিয়ো পুরোপুরি ভুয়ো। সম্ভবত কোনও রুশ এটা তৈরি করেছেন। মার্কিন মনে সন্দেহের বীজ বপণ করতে এই কাজ করা হয়েছে।' পরে এই নিয়ে এফবিআই, সাইবার সিকিউরিটি এজেন্সি, ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টরের অফিস থেকে এই একই সুরে বিবৃতি প্রকাশ করা হয়। পরে ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ফরেন্সিকের কো-ডিরেক্টর ড্যারেন লিনভিল বলেন, 'ভিডিয়োর চরিত্রদের সঙ্গে ভুয় খবর ছড়ানো রুশ গোষ্ঠী - স্টর্ম১৫১৬-এর সদস্যদের সাদৃশ্য রয়েছে।' এর আগে আরও এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেখানে দাবি করা হয়েছিল, পেনসিলভেনিয়াতে ট্রাম্পের নামে মেল করা ভোট ছিঁড়ে ফেলা হচ্ছে। (আরও পড়ুন: বোমাতঙ্কের জেরে ক'দিনে বাতিল ৫০০ উড়ান, সামনে এল মাথা ঘুরিয়ে দেওয়া ক্ষতির অঙ্ক)
আরও পড়ুন: 'বিশ্বাস হল সেই পাখি...', দীপাবলিতে রবীন্দ্রনাথকে উদ্ধৃত করলেন ব্লিনকেন
আরও পড়ুন: লাদাখের ডেমচকে টহল শুরু সেনার, ২০২০ সালের সংঘাতের আগের অবস্থানে কি ফিরল ভারত?
এদিকে রিপোর্ট অনুযায়ী, আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটপর্বে ৬ কোটির বেশি ভোট পড়েছে। উল্লেখ্য, আমেরিকায় ভোট দেওয়ার যোগ্য নাগরিকের সংখ্যা ২৩ কোটির বেশি। এ বারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১৬ কোটি। এর আগে ২০২০ সালের মার্কিন নির্বাচনে ভোট পড়েছিল ৬৬ শতাংশ। গত ১০০ বছরে সেটাই মার্কিন নির্বাচনের সর্বোচ্চ ভোটের হার। আর গতবার আগাম ভোট পড়েছিল ১০ কোটি। এদিকে আগাম ভোট চলাকালীনই এবিসি নিউজ, নিউইয়র্ক টাইমস-সিয়েনা কলেজ এবং সিএনএনের জনমত সমীক্ষায় দেখা যায়, বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আপাতত কিছুটা এগিয়ে আছেন ট্রাম্পের থেকে। এ বারের ভোটে 'নির্ণায়ক' সাতটি প্রদেশের (সুইং স্টেট) মধ্যে ছ'টিতে কমলা এগিয়ে রয়েছেন বলেও আগাম ভোটপর্বের সমীক্ষায় দাবি করা হয়েছে।