নিরাপত্তাজনিত কারণে ভারতের বেশ কয়েকটি এলাকায় ইতিমধ্যেই নিজেদের নাগরিককে ভ্রমণ না করার জন্য সতর্ক করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার সেই তালিকায় জুরল ভারতের আরও বেশ কয়েকটি এলাকা। ভারত ভ্রমণ নিয়ে নাগরিকদের জন্য সংশোধিত ভ্রমণ উপদেষ্টা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাতে ভারতের ওই জায়গাগুলিতে ভ্রমণ না করার জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন এই নির্দেশিকার ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ভারত।
আরও পড়ুন: ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, শহিদ অফিসার-সহ সেনার ৪ জওয়ান, গুরুতর আহত ১
সংশোধিত ভ্রমণ উপদেষ্টা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিকদের ভারতের যে এলাকাগুলিতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে সেগুলি হল- মণিপুর, জম্মু ও কাশ্মীর, ভারত-পাকিস্তান সীমান্ত এবং দেশের মধ্য ও পূর্বাঞ্চলের কিছু অংশ, মূলত যেখানে নকশালপন্থী সক্রিয় রয়েছে। এই সব এলাকায় ভ্রমণ না করার জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত কয়েক মাসের ব্যবধানে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এছাড়া, মণিপুরও উত্তপ্ত রয়েছে দীর্ঘ কয়েকমাস ধরে। মার্কিন স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, অপরাধ এবং সন্ত্রাসবাদের কারণে ভারতে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। সাধারণত ভ্রমণ সংক্রান্ত ঝুঁকির নিরিখে ভারতকে লেবেল ২ তালিকায় রাখা হয়েছে। তবে জম্মু ও কাশ্মীর, ভারত-পাক সীমান্ত, মণিপুর এবং মধ্য ও পূর্ব ভারতের কিছু অংশকে লেভেল ৪ তালিকায় রাখা হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, ধর্ষণ ভারতে ক্রমবর্ধমান অপরাধগুলির মধ্যে একটি। যৌন নির্যাতনের অপরাধ, পর্যটন স্থান এবং অন্যান্য স্থানে ঘটেছে। এছাড়াও সন্ত্রাসবাদীরা কোনওরকম সতর্কতা ছাড়াই আক্রমণ করতে পারে। তারা পর্যটন স্থান, বাজার, শপিং মল এবং সরকারি সুবিধাযুক্ত জায়গাকে টার্গেট করছে।
অন্যদিকে, পূর্ব মহারাষ্ট্র এবং উত্তর তেলেঙ্গানা থেকে পশ্চিমে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত এলাকায় মার্কিন সরকারি কর্মীদের ভ্রমণের জন্য বিশেষ অনুমোদন নিতে বলা হয়েছে। কারণ মার্কিন উপদেষ্টা অনুযায়ী,মাওবাদী বা নকশালপন্থীরা ভারতের এই এলাকায় সক্রিয় রয়েছে। এর মধ্যে যে রাজ্যগুলি পড়ে সেগুলি হল- তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সীমান্তবর্তী ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের গ্রামীণ বিভিন্ন এলাকা। অন্যদিকে, উত্তর-পূর্ব রাজ্যগুলিকে লেভেল ৩ তালিকায় রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে- অসম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম এবং ত্রিপুরা।