শুরুতেই কো-উইন পোর্টালে সমস্যা করছে? ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণের জন্য রেজিস্টার করতে পারছেন না? তাহলে গুগল ক্রমের (Google Chrome) ‘Incognito’ মোড ব্যবহার করুন। অনায়াসে কো-উইন পোর্টালে রেজিস্টার করতে পারবেন।
কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণের জন্য আজ (বুধবার) থেকে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হবে। সেইমতো বিকেল চারটের সময় নথিভুক্তকরণ শুরু হতেই বিপত্তি দেখা দেয়। অধিকাংশের দাবি, ফোন নম্বর দিলেও ওটিপি আসছে না। তার জেরে নথিভুক্ত করা যাচ্ছে না। তারপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অসংখ্য মিম। অনেকে ক্ষোভও প্রকাশ করেন। তবে ভরসা জুগিয়েছে ‘Incognito’ মোড।
কীভাবে করবেন?
১) Google Chrome-এর উইন্ডোর ডানদিকে একেবারে উপরে যান। ‘Customize and Control Google Chrome’-এ যান।
২) ‘New incognito window’-তে ক্লিক করুন।
৩) নয়া উইন্ডো খুলে যাবে।
৪) কো-উইন পোর্টালে (www.cowin.gov.in) যান।
৫) 'Register/ Sign In yourself'-তে ক্লিক করুন।
৬) নিজের মোবাইল নম্বর দিন। সেই নম্বরে ওটিপি আসবে।
৭) সেই ওটিপি ওই সাইটে দিয়ে মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে।
৮) নিজের জন্মদিন, লিঙ্গ, এবং কোনও একটি সরকারি পরিচয়পত্রের নম্বর আপলোড করতে হবে।
৯) রেজিস্ট্রেশনের পর অ্যাপোয়েনমেন্ট নিতে হবে। কোথায় আপনি টিকা নিতে চান, তা বেছে নিন।
বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এই প্রক্রিয়ায় রেজিস্টার করা যাচ্ছে।