বাংলা নিউজ > ঘরে বাইরে > উত্তরপ্রদেশে ম্যাজিক ফিগার পার করল বিজেপি, প্রাথমিক ট্রেন্ডে গেরুয়া ঝড়

উত্তরপ্রদেশে ম্যাজিক ফিগার পার করল বিজেপি, প্রাথমিক ট্রেন্ডে গেরুয়া ঝড়

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন। (PTI Photo (PTI03_09_2022_000034B) (PTI)

সুতরাং এই ট্রেন্ড বজায় থাকলে লখনৌয়ের তখত দখলে রাখবে বিজেপি বলে মনে করা হচ্ছে।

উত্তরপ্রদেশে সকাল থেকেই ছিল গেরুয়া ট্রেন্ড। তবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল সমাজবাদী পার্টি। এবার বিজেপি ডবল সেঞ্চুরি করে এগিয়ে চলল সেখানে। বলা যেতে পারে যাদু সংখ্যা পেরিয়ে এগিয়ে চলেছে যোগী আদিত্যনাথের দল। তবে একেবারে কোণঠাসা করতে পারা যায়নি লাল টুপি পরা সাইকেল আরোহীর দলকে। সুতরাং এই ট্রেন্ড বজায় থাকলে লখনৌয়ের তখত দখলে রাখবে বিজেপি বলে মনে করা হচ্ছে।

উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে বিজেপির বিজয়রথ। ইতিমধ্যেই ম্যাজিক সংখ্যা পার করে ফেলেছে বিজেপি। ২২০টি আসনে এগিয়ে রয়েছে যোগী আদিত্যনাথের দল। দ্বিতীয় স্থানে রয়েছে সমাজবাদী পার্টি। তারা আপাতত ১১৮টি আসনে এগিয়ে। ফলে এখানে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে। এই বিধানসভা নির্বাচনে প্রার্থী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন। গণনার শুরুতেই তিনি বেশ বড় মার্জিনে এগিয়ে রয়েছেন।

এখানে প্রার্থী হয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। উত্তরপ্রদেশের করহল কেন্দ্র থেকে তিনি প্রার্থী হয়েছিলেন। এখানে দেখা যায়, তিনি এগিয়ে রয়েছেন। ফলপ্রকাশের আগেই লখনউয়ে চন্দ্রিকা দেবী মন্দি্রে পুজো দিলেন বিজেপি নেতা রাজেশ্বর সিং। উত্তরপ্রদেশে বিগত ৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবারও তাদের লক্ষ্য গদি ধরে রাখা।

বুথফেরত সমীক্ষার ফল মোটামুটি মিলছে প্রাথমিক ট্রেন্ডে। এবারের বিধানসভা নির্বাচনে লড়াই ছিল মূলত বিজেপি বনাম সমাজবাদী পার্টির মধ্যে। সেটাই এখন দিনের আলোর মতো স্পষ্ট। বুথ ফেরত সমীক্ষায় বিজেপির দিকে পাল্লা ভারী দেখা গিয়েছিল। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন গুরুত্বপূর্ণ, কারণ দেশের সবথেকে বড় রাজ্য হওয়ায় এখানের জনমতই আসন্ন লোকসভা নির্বাচনে পড়ে থাকে।

বন্ধ করুন