বাংলা নিউজ > ঘরে বাইরে > অখিলেশ যাদব গড়ে তৃতীয় স্থানে বিজেপি, উত্তরপ্রদেশের তখত যোগীর হাতেই

অখিলেশ যাদব গড়ে তৃতীয় স্থানে বিজেপি, উত্তরপ্রদেশের তখত যোগীর হাতেই

অখিলেশ যাদব। ছবি সৌজন্য পিটিআই। (PTI)

হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেখানে বিজেপি সর্বত্র এগিয়ে থাকলেও অখিলেশের গড়ে পিছিয়ে গেল।

উত্তরপ্রদেশে যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে বিজেপির সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সমাজবাদী পার্টি। বিজেপি ডবল সেঞ্চুরি তো করছেই। যাদু সংখ্যা পেরিয়েও অনেকটা এগিয়ে আছে যোগী আদিত্যনাথের দল। কিন্তু এখানের করহল বিধানসভা কেন্দ্রে তৃতীয় স্থানে নেমে গিয়েছে বিজেপি। এখানে প্রতিদ্বন্দ্বিতা করে গড় ধরে রেখেছেন অখিলেশ যাদব।

উত্তরপ্রদেশের করহল বিধানসভা কেন্দ্রে ৯ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। আর দ্বিতীয় স্থানে রয়েছেন বিএসপির প্রার্থী কুলদীপ নারায়ণ এবং তৃতীয় স্থানে রয়েছেন বিজেপির প্রার্থী অধ্যাপক এসপি সিং বাঘেল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেখানে বিজেপি সর্বত্র এগিয়ে থাকলেও অখিলেশের গড়ে পিছিয়ে গেল। এই বিধানসভা নির্বাচনে প্রার্থী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন। গণনার শুরুতেই তিনি বেশ বড় মার্জিনে এগিয়ে রয়েছেন।

অখিলেশ যাদব উত্তরপ্রদেশের করহল কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। এখানে দেখা যায়, তিনি এগিয়ে রয়েছেন। ফলপ্রকাশের আগেই লখনউয়ে চন্দ্রিকা দেবী মন্দি্রে পুজো দিলেন বিজেপি নেতা রাজেশ্বর সিং। উত্তরপ্রদেশে বিগত পাঁচ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবারও তাদের লক্ষ্য ছিল গদি ধরে রাখা। সেটা মোটামুটি হচ্ছে বোঝা যাচ্ছে।

বুথফেরত সমীক্ষার ফল মোটামুটি মিলছে প্রাথমিক ট্রেন্ডে। এবারের বিধানসভা নির্বাচনে লড়াই ছিল মূলত বিজেপি বনাম সমাজবাদী পার্টির মধ্যে। সেটাই এখন দিনের আলোর মতো স্পষ্ট। বুথ ফেরত সমীক্ষায় বিজেপির দিকে পাল্লা ভারী দেখা গিয়েছিল। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন গুরুত্বপূর্ণ, কারণ দেশের সবথেকে বড় রাজ্য হওয়ায় এখানের জনমতই আসন্ন লোকসভা নির্বাচনে পড়ে থাকে।

ঘরে বাইরে খবর

Latest News

আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না পিয়ার প্রাক্তন, অনুপমের উপর ‘নজরদারি’ পরমব্রতর; জানাজানি হতেই কী করলেন নায়ক? রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদী, দাবি মহুয়ার Health Care: শরীরকে ভিতর থেকে দূষণ মুক্ত করতে এই ডিটক্স পানীয় পান করুন মমতার 'মৃত্যুঘণ্টা বাজিয়ে' বিস্ফোরক অভিজিৎ, 'এই মোদীর পরিবার?' প্রশ্ন TMC-র ‘মূল্য যাই চোকাতে হোক…’, পিলিভিটের প্রতি আবেগঘন চিঠি বরুণের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.