বাংলা নিউজ > ঘরে বাইরে > দরজায় ‘বুলেটের দাগ’, উত্তরপ্রদেশে ওয়েইসির গাড়ি লক্ষ্য করে 'চলল গুলি'

দরজায় ‘বুলেটের দাগ’, উত্তরপ্রদেশে ওয়েইসির গাড়ি লক্ষ্য করে 'চলল গুলি'

মীরাটে আসাদউদ্দিন ওয়েইসির গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। (ছবি সৌজন্যে এএনআই)

ভোটের আগে যোগী আদিত্যনাথের রাজ্যে ওয়াইসির গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল।

উত্তরপ্রদেশে আসাদউদ্দিন ওয়েইসির গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। এআইএমআইএম প্রধানের দাবি, মীরাট থেকে দিল্লিতে যাওয়ার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়া হয়। তবে তিনি সুরক্ষিত আছেন বলে জানিয়েছেন হায়দরাবাদের সাংসদ। ইতিমধ্যে সেই ঘটনায় একজনকে পাকড়াও করেছে পুলিশ।

বৃহস্পতিবার মীরাটের কিঠৌর বিধানসভা এলাকায় প্রচারে আসেন ওয়েইসি। প্রচার শেষে দিল্লিতে যাওয়ার সময় চাহজার্সি টোল প্লাজার কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। সংবাদসংস্থা এএনআইকে হায়দরবাদের সাংসদ বলেছেন, ‘মীরাটের কিঠৌরে একটি প্রচার সংক্রান্ত কর্মসূচির পর দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলাম। চাহজার্সি টোল প্লাজার কাছে আমার গাড়ি লক্ষ্য করে দু'জন গুলি চালিয়েছে। আমার গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছে। আমি অপর একটি গাড়িতে করে রওনা দিয়েছি।’ টুইটারে নিজের গাড়ির একটি ছবিও পোস্ট করেন ওয়েইসি। সেখানে গাড়ির সামনে এবং পিছনের দরজার দুটি ফুটো দেখা গিয়েছে। যা বুলেটের দাগ বলে দাবি করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে এক ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে। হরপুরের পুলিশ সুপার দীপক ভুকের বলেছেন, 'তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওর সঙ্গীরা পালিয়ে গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের থবর মেলেনি। আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি।'

যদিও হাত-পা গুটিয়ে বসে থাকতে রাজি নন ওয়াইসি। তিনি বলেন, 'এই গুলি চালানোর ঘটনায় নির্বাচন কমিশনকে স্বাধীন তদন্তের নির্দেশ দেওয়ার আর্জি জানাচ্ছি। নিরপেক্ষ তদন্ত করার দায়িত্ব হল উত্তরপ্রদেশ সরকার এবং নরেন্দ্র মোদী সরকারের। এই বিষয়টি নিয়ে লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করব।' সেইসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ আমায় জানিয়েছে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে। একজনকে হেফাজতে নেওয়া হয়েছে।’

ঘরে বাইরে খবর

Latest News

টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.