বাংলা নিউজ > ঘরে বাইরে > Veer Bal Diwas: ‘বীর বাল দিবস’ উপলক্ষে মাথায় শিখ ধর্মগ্রন্থ বহন করে শ্রদ্ধা যোগী আদিত্যনাথের

Veer Bal Diwas: ‘বীর বাল দিবস’ উপলক্ষে মাথায় শিখ ধর্মগ্রন্থ বহন করে শ্রদ্ধা যোগী আদিত্যনাথের

শিখ ধর্মগ্রন্থ মাথায় নিয়ে যোগী আদিত্যনাথ।

মুখ্যমন্ত্রী আদিত্যনাথ 'বীর বাল দিবস' উপলক্ষে এই দুই শিখ গুরুকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘গুরু গোবিন্দ সিং-এর চার পুত্র ধর্ম ও দেশ রক্ষার জন্য হাসতে হাসতে জীবন উৎসর্গ করেছিলেন। এই ইতিহাস তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে, যাতে তাঁরা তাদের আত্মত্যাগের ঘটনা সম্পর্কে জানতে পারেন।’

আজ পালিত হচ্ছে ‘বীর বাল দিবস’। এই উপলক্ষে শিখদের ধর্মগ্রন্থ মাথায় করে বহন করতে দেখা গেল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। সোমবার লখনউতে নিজের বাসভবনে 'বীর বাল দিবস' উদযাপনের সময় শিখদের ধর্মগ্রন্থ বহন করেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী দশম শিখ গুরুর পুত্র সাহেবজাদা বাবা জোরওয়ার সিং জি এবং সাহেবজাদা বাবা ফতেহ সিং জি-কে শ্রদ্ধা জানান।

মুখ্যমন্ত্রী আদিত্যনাথ 'বীর বাল দিবস' উপলক্ষে এই দুই শিখ গুরুকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘গুরু গোবিন্দ সিং-এর চার পুত্র ধর্ম ও দেশ রক্ষার জন্য হাসতে হাসতে জীবন উৎসর্গ করেছিলেন। এই ইতিহাস তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে, যাতে তাঁরা তাদের আত্মত্যাগের ঘটনা সম্পর্কে জানতে পারেন। যখনই শত্রুদের চোখ ভারতের দিকে পড়েছে তখনই পাঞ্জাব দেওয়াল হয়ে দাঁড়িয়েছে।’ এরপরেই তাওয়াংয়ের প্রসঙ্গে তুলে তিনি বলেন, ‘আমি যখন তাওয়াং ঘটনার বিষয়ে খোঁজখবর নিলাম, আমি জানতে পারলাম যে ভারতের সৈন্যরা চিনের প্রতিটি সৈন্যকে বাধা দিয়েছে এবং বলেছে যে আমাদের শক্তি কী। ভারত ও ধর্ম রক্ষা করতে গিয়ে চার ছেলে আত্মাহুতি দিয়েছেন।’ যোগী আদিত্যনাথ বলেন, ‘এই ধরনের অনুষ্ঠান তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার একটি সুযোগ।’

এই দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দিল্লিতে একটি শব্দ কীর্তনে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে লিখেছেন, ‘শ্রী গুরু গোবিন্দ সিং জির সাহেবজাদারা দেশ ও ধর্ম রক্ষার জন্য অল্প বয়সে শত্রুদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন। তাদের সাহসিকতাকে স্মরণ করে মোদী সরকার 'বীর বাল দিবস' উদযাপন করছে।’ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও এই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন।

বন্ধ করুন