গ্রাহকের রুটিতে থুতু ফেলার জন্য গাজিয়াবাদে একটি খাবারের দোকানে কর্মরত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে একটি খাবারের দোকানে। অভিযুক্ত যুবক ওই দোকানেই কাজ করত। গ্রাহকের রুটিতে থুতু ফেলার একটি ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ভাইরাল হতেই পুলিশ পদক্ষেপ করে। ধৃত যুবকের নাম ইরফান।
আরও পড়ুন: থুতু মিশিয়ে খাবার পরিবেশনের অভিযোগ, জোড়া অধ্যাদেশ জারি করে কড়া আইন আনছে যোগী সরকার
ভিডিয়োতে ২০ বছর বয়সি অভিযুক্ত ইরফানকে রুটি তন্দুরে রাখার আগে তাতে থুতু ফেলতে দেখা গিয়েছে। বৃহস্পতিবার ঘটনার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এক ব্যক্তি। তা দেখার পরেই পদক্ষেপ করে পুলিশ। জানা গিয়েছে, দিল্লি এবং নয়ডা সংলগ্ন গাজিয়াবাদের খোদায় একটি ধাবা অবস্থিত। সেই ধাবায় গ্রাহকদের রুটি তৈরি করার সময় ওই যুবককে থুতু ফেলতে দেখা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে।
পুলিশ জানিয়েছে, ইরফান গাজিয়াবাদের লোধি চক পুলিশ ফাঁড়ির কাছে অবস্থিত একটি খাবারের দোকানে কাজ করতেন। তিনি বিজনৌর জেলার ধামপুরের নয় বস্তির বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি সামনে আসতেই খোদা থানার পুলিশ ধাবা পরিদর্শন করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দিরাপুরমের সহকারি পুলিশ কমিশনার (এসিপি) স্বাধীন কুমার সিং। তিনি বলেন, এই ঘটনার পরেই ফুড সেফটি অ্যান্ড ড্রাগস অধিদফতর রুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে।
প্রসঙ্গত, উত্তর প্রদেশে খাবারে থুতু ফেলার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এই ধরনের বহু ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরে উত্তর প্রদেশের বুলন্দশহরে একজন সবজি বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছিল। সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে তাকে অনুপশহর থানা এলাকায় সবজি বিক্রি করার সময় তাতে থুতু ফেলতে দেখা গিয়েছিল। ঘটনার দৃশ্য ক্যামেরা বন্দি করেছিলেন এক ব্যক্তি। পরে তিনি সোশ্যাল মাধ্যমে সেই ভিডিয়ো প্রকাশ করেন। ভিডিয়ো ভাইরাল হওয়ার পর পুলিশ ওই বিক্রেতার খোঁজ করে এবং তাকে গ্রেফতার করে।
আরও একটি ঘটনা ঘটেছিল শামলি জেলায়। এক জুস বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছিল। ওই জুস বিক্রেতাকে জুস তৈরির সময় জুসে থুতু ফেলতে দেখা যায়। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়ার পর অভিযুক্ত আসিফকে সদর নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। ভিডিয়োতে তাকে গ্রাহকদের জুসের মগে থুতু ফেলার পর মুখ মুছতে দেখা গিয়েছিল।