বাংলা নিউজ > ঘরে বাইরে > Uttar Pradesh Ex Girlfriend Murder: যোগী রাজ্যে বিভীষিকা, প্রাক্তন প্রেমিকাকে খুন করে দেহ টুকরো টুকরো করল যুবক!

Uttar Pradesh Ex Girlfriend Murder: যোগী রাজ্যে বিভীষিকা, প্রাক্তন প্রেমিকাকে খুন করে দেহ টুকরো টুকরো করল যুবক!

প্রতীকী ছবি - পিক্স্যাবি

শ্রদ্ধার দেহের ৩৫ টুকরো করেছিল আফতাব। আর উত্তরপ্রদেশের আজমগড়ে প্রিন্স তাঁর প্রাক্তন প্রেমিকার দেহের ৬ টুকরো করে।

দিল্লিতে শ্রদ্ধা হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই একই ধরনের বিভীষিকাময় ঘটনা সামনে এল উত্তরপ্রদেশে। প্রাক্তন প্রেমিকাকে খউন করে তাঁর দেহের ছয় টুকরোর করার অভিযোগে আজমগড় থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের নাম প্রিন্স যাদব। এদিকে প্রিন্সের সঙ্গে এনকাউন্টারও বেঁধেছিল পুলিশের। সেই সময় প্রিন্স গুলিবিদ্ধ হয় বলে জানায় পুলিশ। তবে ধৃত এখনও জীবিত রয়েছে। তার প্রাণের শঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ।

শ্রদ্ধার দেহের ৩৫ টুকরো করেছিল আফতাব। আর প্রিন্স তাঁর প্রাক্তন প্রেমিকার দেহের ৬ টুকরো করে। প্রসঙ্গত, গত গত ১৫ নভেম্বর আজমগড়ের পশ্চিমী গ্রামের একটি কুয়োয় এক যুবতীর খণ্ড-বিখণ্ড দেহ ভাসতে দেখা যায়। এরপরই তদন্ত শুরু হয়। অর্ধনগ্ন অবস্থায় এক যুবতীর দেহের ছয় টুকরো উদ্ধার করে পুলিশ। কুয়ো থেকে উদ্ধার করা হয় কাটা মুণ্ড। এদিকে সেই মুণ্ড উদ্ধার করতে গিয়েই অভিযুক্ত প্রিন্সের সঙ্গে গুলির লড়াই বাঁধে পুলিশের। পুলিশের দাবি, প্রিন্সের কাছে দেশি বন্দুক ছিল। ঘটনাস্থলে যেতেই সে পুলিশের দিকে বন্দুক তাক করে। এরপরই পালটা গুলি চালায় পুলিশ।

আজমগড়ের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট অনুরাগ আর্য জানান, মৃত তরুণীর নাম আরাধনা। তিনি ইশাকপুর গ্রামের বাসিন্দা ছিলেন। জেরায় প্রিন্স তদন্তকারীকে জানায়, তার সঙ্গে সম্পর্ক ভেঙে অন্য কাউকে বিয়ে করাতেই আরাধনাকে খুন করে সে। নিজের খুড়তুতো ভাই সর্বেশের সঙ্গে আরাধনাকে গলা টিপে খুন করে প্রিন্স। এরপরে দুইজনের মিলে যুবতীর দেহ ৬ টুকরো করে। কালো পলিথিন ব্যাগে ভরে সেই দেহ গ্রামের একটি কুয়োয় ফেলে দেয়।

বন্ধ করুন