সামনে দিকে রয়েছে একটি এসইউভি গাড়ি। আর তার পিছনে রয়েছে বুলডোজারের লম্বা লাইন। সবমিলিয়ে এক ডজনেরও বেশি বুলডোজার রয়েছে। এতগুলি বুলডোজার একসঙ্গে দেখে স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যান পথচলতি মানুষ। তবে শেষে জানা গেল, সেগুলি বিয়ের জন্য ভাড়া করা হয়েছিল। এমনই দৃশ্য দেখা গেল উত্তরপ্রদেশের ঝাঁসিতে। সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
আরও পড়ুন: ভারতে এসে একের পর এক বিয়ে বাংলাদেশি মহিলার! ভয় দেখিয়ে লুটত টাকা, ধরল পুলিশ
সাধারণত বিয়েকে স্মরণীয় করে তুলতে ভারতীয় পরিবারগুলি বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করে থাকে। যে তালিরায় হেলিকপ্টার পর্যন্ত রয়েছে। তবে উত্তরপ্রদেশ একসঙ্গে এতগুলি বুলডোজারকে একসঙ্গে যেতে দেখে প্রথমে অনেকেই ভেবেছিলেন যে সেগুলি অবৈধ বাড়ি বা নির্মাণ ভেঙে ফেলার অভিযানে যাচ্ছে।
আসলে কনের বিদায় অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে এতগুলি বুলডোজার ভাড়া করা হয়। জানা গিয়েছে, আজাদ নগরের বাসিন্দা রাহুল যাদবের বিয়ে হয় কনে করিশ্মার সঙ্গে। বিদায় অনুষ্ঠানে বর ও কনে ছিলেন এসইউভি গাড়িতে। আর এক ডজন বুলডোজার এসইউভির পিছনে যোগ দেয়। বৃহস্পতিবার এমন দৃশ্য দেখে প্রথমে হতবাক হয়ে যান পথচলতি মানুষ। এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে অনেকেই, এই বিয়েকে ‘বুলডোজার ওয়েডিং’ বলে উল্লেখ করেন।
তবে বিয়েতে বুলডোজার ভাড়া করার ধারণার বিষয়ে বরের কাকা রামকুমার জানান, এগুলি বাবাজির বুলডোজার। এগুলির মাধ্যমে ভিন্ন ধরণের অনুষ্ঠান করার কথা চিন্তাভাবনা করা হয়েছিল, যাতে তা দেখতে সুন্দর এবং আলাদা হয়।
তিনি বলেন, ‘আমি খুব খুশি যে এটি মানুষের নজর কেড়েছে। সাধারণত মানুষ ঐতিহ্যগতভাবে গাড়ি এবং হেলিকপ্টার ব্যবহার করে। কিন্তু, আমরা বুলডোজার ব্যবহার করেছি। কারণ, ঈশ্বরের কৃপায় আমাদের অনেকগুলি জেসিবি আছে।’ এ বিষয়ে বর বলেন, এই অনন্য অনুষ্ঠানে তিনি খুবই খুশি। মানুষ যাতে এটি পছন্দ করেv, সেই চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উত্তর প্রদেশে বুলডোজার খুবই জনপ্রিয়। তাঁর স্ত্রী করিশ্মাও খুশি। উল্লেখ্য, এই সপ্তাহের শুরুতে বিহারের একটি পরিবার বিয়ের জন্য হেলিকপ্টার ভাড়া করেছিল।