আগ্রা–বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস সবুজ পতাকা নেড়ে ছাড়া হচ্ছে। সোমবার এই ঘটনা সকলেই প্রত্যক্ষ করেছেন সংবাদমাধ্যমে। কিন্তু এই অনুষ্ঠানে আরও একটা ঘটনা ঘটেছে। এই অনুষ্ঠান চলাকালীন বিজেপির এটাওয়া বিধানসভার বিধায়ক রেললাইনে পড়ে গেলেন। এই বিধায়কের নাম সরিতা বাহাদুরিয়া। উত্তরপ্রদেশের এটাওয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এই ঘটনা যখন ঘটে তখন কেউ তার ভিডিয়ো করে নেন। যার ফলে এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে যোগীর রাজ্যে।
বন্দে ভারত এক্সপ্রেস প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সাধের ট্রেন। এই ট্রেনের উদ্বোধনেও ছিলেন প্রধানমন্ত্রী। তবে ভার্চুয়ালি। সেখানেই দেখা যায় গোটা প্ল্যাটফর্মে ভিড় করেছেন মানুষজন। তখন ঘড়িতে সন্ধ্যে ৬টা। সেখানে অতিথিদের বরণ করে নিচ্ছিলেন বিধায়ক সরিতা বাহাদুরিয়া। তখনই ভিড়ের ধাক্কা এসে লাগে তাঁর গায়ে। আর তখনই রেললাইনে পড়ে যান এটাওয়া বিধানসভার বিধায়ক। এই ঘটনায় তখন আলোড়ন পড়ে যায় গোটা স্টেশন চত্বরে। দৌড় লাগান রেলের অফিসার থেকে শুরু করে নিরাপত্তাকর্মী এবং আধিকারিকরা।
এমন বেগতিক পরিস্থিতিতে ট্রেন থামিয়ে দেওয়া হয় টুন্ডলায়। কারণ ট্রেনটি এটাওয়া স্টেশনে প্রবেশ করতে যাচ্ছিল। বিধায়ক রেললাইনে পড়ে যাওয়ায় ট্রেনকে থামিয়ে দিতে হয়। এই বিষয়ে বিজেপির ইউনিট কোষাধ্যক্ষ সঞ্জীব বাহাদুরিয়া সংবাদসংস্থা পিটিআই– কে বলেন, ‘বিধায়ক সাহায্য করার উদ্দেশ্য নিয়ে রেললাইনের ধারে গিয়েছিলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষাও করেন ফ্ল্যাগ অফ অনুষ্ঠানের জন্য। কিন্তু তার মধ্যেই এমন ঘটনা ঘটে গেল। এই ঘটনার পর বিধায়ক চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, এখন বাড়িতে বিশ্রামে থাকতে। বাইরে থেকে কোনও জখম বোঝা যাচ্ছে না। ভিতরে কোনও জখম হয়েছে কিনা সেটা জানা যায়নি।’
আরও পড়ুন: উত্তরবঙ্গ হাসপাতালে মাফিয়ারাজের অভিযোগ, সিবিআই তদন্তের দাবি তুলে চিঠি রাজ্যপালের
বন্দে ভারত ট্রেনটি এটাওয়া স্টেশনে আসছে খবর পাওয়ার পরই উৎসাহিত মানুষের ভিড় আন্দোলিত হয়ে ওঠে। তার জেরেই বিধায়ক সরিতা বাহাদুরিয়ার ধাক্কা লাগে বলে সূত্রের খবর। তখনই তিনি রেললাইনে পড়ে যান। আর শোরগোল তৈরি হয়। ট্রেন সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয়েছে বলেই বেঁচে যান বিজেপি বিধায়ক। পুলিশ তাঁকে নিয়ে যায় হাসপাতালে। এই ঘটনার পর গোটা অনুষ্ঠান থমকে যায়। এই অনুষ্ঠান আবার পরে করা হবে বলে জানিয়েছেন রেলের আগ্রা শাখার জনসংযোগ আধিকারিক প্রশস্তি শ্রীবাস্তব। এই ট্রেন আগ্রা থেকে বারাণসী সাত ঘণ্টায় পৌঁছবে।