বাংলা নিউজ > ঘরে বাইরে > বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে রেললাইনে পড়ে গেলেন বিধায়ক, ভিডিয়ো ভাইরাল‌

বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে রেললাইনে পড়ে গেলেন বিধায়ক, ভিডিয়ো ভাইরাল‌

বিধায়ক রেললাইনে পড়ে গেলেন।

বন্দে ভারত ট্রেনটি এটাওয়া স্টেশনে আসছে খবর পাওয়ার পরই উৎসাহিত মানুষের ভিড় আন্দোলিত হয়ে ওঠে। তার জেরেই বিধায়ক সরিতা বাহাদুরিয়ার ধাক্কা লাগে বলে সূত্রের খবর। তখন তিনি রেললাইনে পড়ে যান। আর শোরগোল তৈরি হয়। ট্রেন সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয়েছে বলেই বেঁচে যান বিজেপি বিধায়ক। পুলিশ তাঁকে নিয়ে যায় হাসপাতালে।

আগ্রা–বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস সবুজ পতাকা নেড়ে ছাড়া হচ্ছে। সোমবার এই ঘটনা সকলেই প্রত্যক্ষ করেছেন সংবাদমাধ্যমে। কিন্তু এই অনুষ্ঠানে আরও একটা ঘটনা ঘটেছে। এই অনুষ্ঠান চলাকালীন বিজেপির এটাওয়া বিধানসভার বিধায়ক রেললাইনে পড়ে গেলেন। এই বিধায়কের নাম সরিতা বাহাদুরিয়া। উত্তরপ্রদেশের এটাওয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এই ঘটনা যখন ঘটে তখন কেউ তার ভিডিয়ো করে নেন। যার ফলে এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে যোগীর রাজ্যে।

বন্দে ভারত এক্সপ্রেস প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সাধের ট্রেন। এই ট্রেনের উদ্বোধনেও ছিলেন প্রধানমন্ত্রী। তবে ভার্চুয়ালি। সেখানেই দেখা যায় গোটা প্ল্যাটফর্মে ভিড় করেছেন মানুষজন। তখন ঘড়িতে সন্ধ্যে ৬টা। সেখানে অতিথিদের বরণ করে নিচ্ছিলেন বিধায়ক সরিতা বাহাদুরিয়া। তখনই ভিড়ের ধাক্কা এসে লাগে তাঁর গায়ে। আর তখনই রেললাইনে পড়ে যান এটাওয়া বিধানসভার বিধায়ক। এই ঘটনায় তখন আলোড়ন পড়ে যায় গোটা স্টেশন চত্বরে। দৌড় লাগান রেলের অফিসার থেকে শুরু করে নিরাপত্তাকর্মী এবং আধিকারিকরা।

এমন বেগতিক পরিস্থিতিতে ট্রেন থামিয়ে দেওয়া হয় টুন্ডলায়। কারণ ট্রেনটি এটাওয়া স্টেশনে প্রবেশ করতে যাচ্ছিল। বিধায়ক রেললাইনে পড়ে যাওয়ায় ট্রেনকে থামিয়ে দিতে হয়। এই বিষয়ে বিজেপির ইউনিট কোষাধ্যক্ষ সঞ্জীব বাহাদুরিয়া সংবাদসংস্থা পিটিআই– কে বলেন, ‘‌বিধায়ক সাহায্য করার উদ্দেশ্য নিয়ে রেললাইনের ধারে গিয়েছিলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষাও করেন ফ্ল্যাগ অফ অনুষ্ঠানের জন্য। কিন্তু তার মধ্যেই এমন ঘটনা ঘটে গেল। এই ঘটনার পর বিধায়ক চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, এখন বাড়িতে বিশ্রামে থাকতে। বাইরে থেকে কোনও জখম বোঝা যাচ্ছে না। ভিতরে কোনও জখম হয়েছে কিনা সেটা জানা যায়নি।’‌

আরও পড়ুন:‌ উত্তরবঙ্গ হাসপাতালে মাফিয়ারাজের অভিযোগ, সিবিআই তদন্তের দাবি তুলে চিঠি রাজ্যপালের

বন্দে ভারত ট্রেনটি এটাওয়া স্টেশনে আসছে খবর পাওয়ার পরই উৎসাহিত মানুষের ভিড় আন্দোলিত হয়ে ওঠে। তার জেরেই বিধায়ক সরিতা বাহাদুরিয়ার ধাক্কা লাগে বলে সূত্রের খবর। তখনই তিনি রেললাইনে পড়ে যান। আর শোরগোল তৈরি হয়। ট্রেন সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয়েছে বলেই বেঁচে যান বিজেপি বিধায়ক। পুলিশ তাঁকে নিয়ে যায় হাসপাতালে। এই ঘটনার পর গোটা অনুষ্ঠান থমকে যায়। এই অনুষ্ঠান আবার পরে করা হবে বলে জানিয়েছেন রেলের আগ্রা শাখার জনসংযোগ আধিকারিক প্রশস্তি শ্রীবাস্তব। এই ট্রেন আগ্রা থেকে বারাণসী সাত ঘণ্টায় পৌঁছবে।

পরবর্তী খবর

Latest News

পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি শারদীয়া নবরাত্রির নয় দিনে কী বিশেষ ভোগ নিবেদনে হবে ইচ্ছাপূর্তি জেনে নিন বিকিনিতে বিদেশিনী, বাবার কোলে থাকা খুদে হাঁ! ২বার বিয়ে ভাঙা নায়ককে চিলেন? পুজোয় ত্বকের পাশাপাশি যত্ন নিন নাভিরও, কেন জরুরি এটি ? জানুন উপকারিতা রক্তক্ষয় এড়াতে আজও জঙ্গলমহলের এই গুহার ভিতরে চলে মায়ের আরাধনা, থাকে বিশেষ রীতি 'মেহেন্দি লাগাকে রাখনা', বিয়ের আগে জমিয়ে নাচলেন সায়নদীপ-রূপসা IPL 2024-এ ধোনি কখনও হেরে রেগে যাননি, মিথ্যে বলেছেন হরভজন! CSK ফিজিওর বড় দাবি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.