জাতীয় পতাকার অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ওই ব্যক্তিকে জাতীয় পতাকা দিয়ে মুখ মুছতে দেখা গিয়েছে বলে অভিযোগ উঠেছে। যে ঘটনার একটি ভিডিয়োও (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশের বদায়ুনের (গ্রামীণ) অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ বর্মা জানিয়েছেন, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে জারিফ নগরের ধেল গ্রামের বাসিন্দা শাহরুখকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বদায়ুনের (গ্রামীণ) অতিরিক্ত পুলিশ সুপার।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়োয় যে ব্যক্তিকে দেখা গিয়েছে, সেই শাহরুখ বলে দাবি করা হয়েছে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি জাতীয় পতাকা হাতে ঘাড় মুছে নিচ্ছে। তারপর কিছু কথা বলতে-বলতে তাকে মাটিতে ফেলতে দেখা গিয়েছে।
ভাইরাল ভিডিয়োটি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ার পরই তুমুল ক্ষোভ তৈরি হয়। পুলিশে অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ওই ব্যক্তি পায়ের তলায় জাতীয় পতাকা ফেলেছিল। একাংশের আবার দাবি, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে ক্রিকেটে ভারত হারলে পাকিস্তান-পন্থী স্লোগান তুলত শাহরুখ। যদিও পুলিশের তরফে সেরকম কোনও মন্তব্য করা হয়নি।