সপ্তাহখানেক আগেই বাংলা দখলের বার্তা দিয়েছিলেন। তা তো হয়নি। উলটে আগামী বছর বিধানসভা ভোটের আগে পঞ্চায়েত নির্বাচনে বারাণসী, অযোধ্যা, মথুরায় ধাক্কা খেলেন যোগী আদিত্যনাথ। দুই জেলায় বড় ব্যবধানে এগিয়ে আছে সমাজবাদী পার্টি। অপর জেলায় এগিয়ে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি।
একাধিক স্থানীয় সংবাদমাধ্যম এবং নিউজ ১৮ হিন্দির খবর অনুযায়ী, সোমবার রাত ১০ টা পর্যন্ত বারাণসীর জেলা পঞ্চায়েতের ৪০ টি আসনের মধ্যে ৩৩ টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। মাত্র আটটি আসনে জিতেছে বিজেপি। ১৪ টি আসনে জিতেছে সমাজবাজী পার্টি (সপা)। মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টির দখলে গিয়েছে পাঁচটি। একটি আসন পেয়েছে আম আদমি পার্টিও (আপ)। যে সাত আসনে এখনও গণনা চলছে, তাতেও অখিলেশ যাদবের সমাজবাদী প্রার্থীরা এগিয়ে আছেন বলে সূত্রের খবর। তাত্পর্যপূর্ণভাবে বারাণসী থেকেই লোকসভা ভোট জিতেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তবে শুধু বারাণসী নয়, বিজেপি সরকারের বিশেষ নজরে থাকা মথুরা এবং অযোধ্যায় ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। একাধিক স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মথুরায় ১২ টি আসনে এগিয়ে আছে বিএসপি। বিজেপির ঝুলিতে গিয়েছে আটটি আসন। ন'টি আসনে জিতেছে অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদল। কংগ্রেস একটি আসনেও জিততে পারেনি। আর অযোধ্যার জেলা পঞ্চায়েতে ৪০ টি আসনের মধ্যে ২৪ টি গিয়েছে সপার দখলে। মাত্র ছ'টি আসনে ফুটেছে পদ্মফুল। যা আগামী বছর বিধানসভা ভোটের আগে বিজেপির কাছে জোরালো ধাক্কা বলেই মত রাজনৈতিক মহলের।