রাতের অন্ধকারে তিনি আসছেন, বাড়ির কলিং বেল বাজাচ্ছেন, এরপর কেউ উঠে দেখতে গেলেই দেখা যাচ্ছে এক মহিলা এই ঘটনা ঘটাচ্ছেন, যিনি সম্পূর্ণ নগ্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। উত্তরপ্রদেশের রামপুর জুড়ে রাতের বেলায় এই ঘটনায় তীব্র আতঙ্ক, উদ্বেগ ছড়িয়েছে। জানা গিয়েছে, যে মহিলা এই ঘটনার কেন্দ্রে তাঁর মানসিক কিছু সমস্যা রয়েছে।
উত্তরপ্রদেশের রামপুরে রাতের বেলায় মহিলার বিবস্ত্র অবস্থায় এভাবে ঘুরে বেড়ানো ও বেল বাজিয়ে চলে যাওয়ার ঘটনা নিয়ে এবার পদক্ষেপ করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে আগেই। এরপর পুলিশ জানায়, ওই মহিলাকে চিহ্নিত করা গিয়েছে। মহিলার বাবা মায়ের সঙ্গে কথা বলছে পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের তরফে খবর, গত ৫ বছর ধরে মানসিক সমস্যার কারণে চিকিৎসা চলছে ওই মহিলার। বরেলিতে তিনি চিকিৎসারত। এদিকে, রাতের বেলায় কলিং বেল শুনেই দরজা খুলে এক নগ্ন মহিলাকে দেখতে পেয়েই আতঙ্ক ছড়াতে শুরু করে গোটা রামপুরে। ছড়িয়ে যায় বহু ধরনের রটনা। এরপর থেকেই এলাকায় আতঙ্ক। এরপরই পুলিশ পদক্ষেপ করে। প্রশাসন থেকে সাফ জানানো হয়, অযথা যেন কেউ কোনও কুৎসা না ছড়ান। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো দেখে প্রশ্ন তোলেন, তাহলে কি তেনারা রামপুরে ঘোরাফেরা করছেন? এই নিয়ে বিস্তর চর্চা চলতে থাকে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, প্রথমবার এমন ঘটনার কথা প্রকাশ্যে আসে ২৯ জানুয়ারি। তারপর থেকেই ছড়ায় ত্রাস। (পড়ুয়াকে বকুনি, শাস্তি দেওয়া শিক্ষকের 'অপরাধ' নয়, সাফ বার্তা কোর্টের)
রামপুরের এক স্থানীয় বাসিন্দা প্রথমে এই ইস্যুতে অভিযোগ দায়ের করেন। তারপর থেকেই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। দেখা যায়, একজন মহিলা নগ্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন রাস্তা দিয়ে। রামপুরের মিলাক গ্রামে এমন ছবি রাতের বেলায় দেখা যায়। এরপর রামপুর পুলিশ একটি টিম গঠন করে নামে তদন্তে। এরপর সোশ্যাল মিডিয়ায় পুলিশ আর্জি জানায় যে, প্রথমে ওই মহিলাকে দেখলেই আগে বস্ত্র যেন পরিয়ে দেন কেউ। তারপরই স্থানীয় থানাকে বলা হয়, যাতে রাস্তায় এমন মহিলাকে দেখলেই তাঁকে আগে সেখানেই রুখে দেওয়া হয়। অনেকেই ঘটনা নিয়ে উত্তর প্রদেশের পুলিশি তৎপরতাকে প্রশ্ন করে। প্রশ্ন তোলা হয়, রাত দেড়টা থেকে রাত ৩ টে পর্যন্ত একজন মহিলা এভাবে নগ্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন, আর উত্তর প্রদেশ পুলিশ তা এতদিন দেখেনি? শেষমেশ, যাবতীয় ঘটনার পর খুঁজে পাওয়া যায় ওই মহিলাকে। আপাতত তিনি চিকিৎসাধীন বলে জানা যায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup