উত্তরাখণ্ডে চালু হয়েছে ইউনিফর্ম সিভিল কোডের (ইউসিসি) বা অভিন্ন দেওয়ানি বিধি। আর এই বিধির লিভ ইন সম্পর্কে থাকা যুগলদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে উত্তরাখণ্ড সরকার। রাজ্য সরকারের নির্দেশে বলা হয়েছে, কোনও যুগল লিভ ইন সম্পর্কে থাকতে গেলে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। শুধু তাই নয়, কোনও বাড়িওয়ালা লিভ ইন সম্পর্কে থাকা যুগলকে ঘর ভাড়া দিলেও সেক্ষেত্রে তাদের লিভ ইন রেজিস্ট্রেশন সার্টিফিকেট যাচাই করতে হবে। আর তা ব্যর্থ হলেই সংশ্লিষ্ট বাড়িওয়ালাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। এমনই নির্দেশ জারি করেছে রাজ্যটির সরকার।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ উঠতেই লিভ ইন সম্পর্কের চুক্তিপত্র দেখাল অভিযুক্ত, মিলল আগাম জামিন
নির্দেশে বলা হয়েছে, বাড়ির মালিকদের অবশ্যই ভাড়া চুক্তি চূড়ান্ত করার আগে লিভ ইন সম্পর্কে থাকা যুগলদের শংসাপত্র পরীক্ষা করতে হবে। বলা হয়েছে, ইউনিফর্ম সিভিল কোডের বিধি ২০(৮) (সি)- এর অধীনে বাড়িওয়ালার অবশ্যই নিশ্চিত করবেন যে লিভ-ইন সম্পর্কের ভাড়াটেদের এই সংক্রান্ত শংসাপত্র আছে কি না বা সেটি সঠিক কি না। নিয়মে বলা হয়েছে, বাড়ির মালিকরা ভাড়া চুক্তিতে স্বাক্ষর করার আগে লিভ-ইন সম্পর্কের সার্টিফিকেট/অস্থায়ী শংসাপত্রের একটি প্রতিলিপি নিজেদের কাছে রাখবেন। এই শংসাপত্রটি ভাড়া চুক্তির অংশ হবে। আর এই নিয়ম লঙ্ঘন করলেই রাজ্য সরকার জরিমানা করতে পারে। ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে জানানো হয়েছে।
উল্লেখ্য, উত্তরাখণ্ডে লিভ-ইন যুগলদের রেজিস্ট্রেশনের জন্য ৫০০ টাকা দিতে হচ্ছে। আর দেরি হলে অতিরিক্ত ১০০০ টাকা দিতে হবে। বলা হয়েছে যদি যুগল একসঙ্গে থাকতে শুরু করার এক মাসের মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হলে এই টাকা দিতে হবে। আর যদি সম্পর্ক থেকে যুগল বেরিয়ে আসে সেক্ষেত্রেও রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আরও ৫০০ টাকা দিতে হবে। মঙ্গলবার উত্তরাখণ্ড সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বিবাহ, বিবাহবিচ্ছেদ এবং উইল রেজিস্ট্রেশনে এবার থেকে অর্থ প্রদান করতে হবে। বিয়ের রেজিস্ট্রেশন ফি হল ২৫০ টাকা। আর যদি দ্রুত কেউ শংসাপত্র দাবি করে তাহলে ২৫০০ টাকা দিতে হবে। এতে তিন দিনের মধ্যে শংসাপত্র পাওয়া যাবে। আর
বিয়ের রেজিস্ট্রেশনে ব্যর্থ হলে বা ভুল তথ্য জমা দিলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। উল্লেখ্য, উত্তরাখণ্ডে সোমবার রাজ্য জুড়ে ইউসিসি চালু হওয়ার পর মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বিবাহ, বিবাহবিচ্ছেদ, লিভ-ইন সম্পর্ক এবং উইলের নিবন্ধনের জন্য একটি পোর্টাল চালু করেছেন।