বাংলা নিউজ > ঘরে বাইরে > মাফিয়া ধরতে এসে কৃষক বধূকে খুন, UP পুলিশের বিরুদ্ধে মামলা উত্তরাখণ্ড পুলিশের

মাফিয়া ধরতে এসে কৃষক বধূকে খুন, UP পুলিশের বিরুদ্ধে মামলা উত্তরাখণ্ড পুলিশের

কুন্দা থানা চত্বরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। (HT_PRINT)

ইউপি পুলিশকে দুষ্কৃতী মনে করে তাদের ঘিরে ফেলেন গ্রামবাসীরা। এরপরই শুরু হয় গুলির লড়াই। তখনই ওই মহিলার মৃত্যু হয়। তারপরই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। দফায় দফায় অবরোধ শুরু হয় এলাকায়।

মোহন রাজপুত

অবৈধ বালি খাদানের বিরুদ্ধে অভিযানে নেমে উত্তরপ্রদেশ পুলিশ ও স্থানীয়দের মধ্যে গুলির লড়াই। তার জেরে ২৮ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়। এবার ইউপি পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল উত্তরাখণ্ড পুলিশ।

ইউএস নগর পুলিশ উত্তরপ্রদেশ পুলিশের ১০-১২জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। স্থানীয় এক বিজেপি নেতার স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে শোরগোল পড়ে এলাকায়।

সীমান্ত থেকে প্রায় ৬ কিমি দূরে ইউপি পুলিশ এক মাফিয়াকে ধরতে অভিযানে নামে। স্থানীয়রা সেই সময় বাধা দেন বলে অভিযোগ। উত্তরাখণ্ড পুলিশের দাবি, ওই মাফিয়ার মাথার দাম ৫০ হাজার টাকা। তাকে ধরতে ইউপি পুলিশ এসেছিল। কিন্তু স্থানীয় পুলিশকে ওরা কিছু জানায়নি।

মহম্মদ জাফর নামে এক খনি মাফিয়া এলাকায় লুকিয়ে রয়েছে এই খবর পেয়েই হানা দিয়েছিল ইউপি পুলিশ। গুরতাজ সিং বুল্লার নামে এক বিজেপি নেতার বাড়িতে ওই মাফিয়া গা ঢাকা দিয়েছিল বলে অভিযোগ। এদিকে সাদা পোশাকেই এলাকায় গিয়েছিল ইউপি পুলিশ। এনিয়ে স্থানীয়রা জানায় লোকাল পুলিশকে সঙ্গে নিয়ে আসতে।

এদিকে ইউপি পুলিশকে দুষ্কৃতী মনে করে তাদের ঘিরে ফেলেন গ্রামবাসীরা। এরপরই শুরু হয় গুলির লড়াই। তখনই ওই মহিলার মৃত্যু হয়। তারপরই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। দফায় দফায় অবরোধ শুরু হয় এলাকায়।

বন্ধ করুন