বর্ণবিদ্বেষী মন্তব্যের পরেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক যুবককে পুনরায় নিয়োগ করা হচ্ছে। আর তা নিয়ে প্রতিবাদ করতেই ভারতীয় সংস্কৃতিকে আক্রমণ শানালেন ট্রাম্পের ডেপুটি তথা আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য রো খান্নার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কথার লড়াইয়েও জড়িয়ে পড়েন। সেই ‘বাচ্চা’ প্রশাসনিক কর্তার হয়ে সওয়াল করে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট দাবি করেন, রো এমন একটা সংস্কৃতির লোক, যেখানে ভুলের জন্য ক্ষমা চাইলেও করুণা দেখানো হয় না। সেই সংস্কৃতিই আবার এক মার্কিন কংগ্রেসের সদস্যকে বাচ্চাদের মতো কাঁদতে প্রেরণা জোগায় বলে আক্রমণ করেন ভ্যান্স। যে ভ্যান্সের স্ত্রী আবার ভারতীয় বংশোদ্ভূত।
বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগে বিদ্ধ যুবককে ফিরিয়ে আনেন মাস্ক
আর সেই যাবতীয় বিষয়টার সূত্রপাত হয় ট্রাম্পের ‘বন্ধু’ ইলন মাস্কের সুবাদে। বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগে বিদ্ধ হয়ে 'ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি' থেকে ইস্তফা দিয়েছিলেন ২৫ বছরের এক যুবক। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই মাস্ক জানান যে ওই যুবককে ফের নিয়োগ করবেন। তিনি বলেন, 'ওকে ফিরিয়ে আনা হবে। মানুষ মাত্রই ভুল করে, ক্ষমা করে দেওয়া হল আসল ধর্ম।'
'এক বাচ্চার জীবন নষ্ট করে দেওয়া উচিত', সওয়াল ভ্যান্সের
সেই বিষয়টি নিয়ে ঘোষণা করার আগে মাস্ক তো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভোটাভুটি করেন। ওই যুবককে ফের নিয়োগ করা উচিত কিনা, তা জানতে চান।আর সেটার প্রেক্ষিতেই ভ্যান্স বলেন, ‘আমি অবশ্যই ইলেজের (ওই যুবক) পোস্টের সঙ্গে সহমত পোষণ করি না। তবে আমার মনে হয় না যে একটা ফালতু সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে এক বাচ্চার জীবন নষ্ট করে দেওয়া উচিত।’
সেইসঙ্গে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট বলেন, 'আমাদের সেইসব সাংবাদিকদের পুরস্কৃত করার দরকার নেই (একটি মিডিয়া রিপোর্টের পরেই বর্ণবিদ্বেষী কাণ্ড সামনে আসে), যাঁরা অন্যদের ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেন। তাই আমি বলব যে ওকে ফিরিয়ে আনা হোক। ও যদি বাজে ছেলে হয় বা দলের জঘন্য সদস্য হয়, তাহলে ওকে তাড়িয়ে দিন।'
‘সন্তানদের স্বার্থে’ প্রশ্ন ভারতীয় বংশোদ্ভূত কংগ্রেস সদস্যের
ভাইস-প্রেসিডেন্টের সেই মন্তব্য নিয়ে উষ্মাপ্রকাশ করেন রো। ভ্যান্সের মন্তব্যের পালটা হিসেবে ভারতীয় বংশোদ্ভূত আইনপ্রণেতা বলেন, ‘পুনরায় নিয়োগ করার আগে আপনি কি ওকে ক্ষমা চাইতে বলবেন, কারণ ও ভারতীয়দের বিরুদ্ধে ঘৃণার বিষয়টাকে স্বাভাবিক বিষয় হিসেবে বিবেচনা কথা বলেছিল। আমাদের দু'জনেরই সন্তানদের স্বার্থে স্রেফ এটা জিজ্ঞাসা করছি।’
ভারতীয় সংস্কৃতি কু-কথা ভ্যান্সের
আর সেই প্রশ্ন শুনেই ভারতীয় সংস্কৃতিতে আক্রমণ শানান ভ্যান্স। ট্রাম্পের ডেপুটি বলেন, 'আমাদের দু'জনের সন্তানদের জন্য? বড় হন। ইন্টারনেটে বর্ণবিদ্বেষী ট্রোলিংয়ের বিষয়টা অপমানজনক হলেও আমার সন্তানদের হুমকি দেয় না। আপনি জানেন যে আপনি কী করেছেন? (আপনি একটা এমন একটা সংস্কৃতির লোক), যে সংস্কৃতি ভুল করা লোকেদের করুণা করা থেকে বঞ্চিত করে, যে সংস্কৃতি কংগ্রেসের সদস্যদের কাঁদুনি গাওয়া বাচ্চাদের মতো ব্যবহার করতে অনুপ্রেরণা জোগায়।'