বাংলা নিউজ > ঘরে বাইরে > Vande Bharat Express Viral Photo: মোদীর সাধের বন্দে ভারতে আবর্জনার স্তূপ, ছবি ভাইরাল হতেই উঠছে নানা প্রশ্ন

Vande Bharat Express Viral Photo: মোদীর সাধের বন্দে ভারতে আবর্জনার স্তূপ, ছবি ভাইরাল হতেই উঠছে নানা প্রশ্ন

বন্দে ভারতে পড়ে প্লাস্টিক, আবর্জনা। 

অপরিচ্ছন্ন বন্দে ভারতের ছবি পোস্ট করে আইএএস আধিকারিক ক্যাপশনে লেখেন, 'উই দ্য পিপল'। তাঁর পোস্ট করা ছবিটিতে দেখা যায়, কামরার ভিতরে নানা দিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্লাস্টিকের বোতল, পলিথিন পড়ে। অবনীশের টুইট করা ছবিটি পরবর্তীতে অনেকেই রিটুইট করেন।

এককালে যেকোনও ট্রেনের মেঝেতেই পড়ে থাকত একগাদা আবর্জনা। সচেতনতার অভাবে যাত্রীরাই রেলের কামরা নোংরা করত। তবে 'স্বচ্ছ ভারত' অভিযানের দৌলতে বিগত বেশ কয়েক বছরে অনেকটাই পালটে গিয়েছে চিত্র। তবে এরই মধ্যে প্রকাশ্যে এ বন্দে ভারত এক্সপ্রেসের এক করুণ ছবি। ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, প্রচুর ময়লা পড়ে বন্দে ভারত এক্সপ্রেসের মেঝেতে। তা ঝাড়ু দিয়ে সরিয়ে দিচ্ছেন এক সাফাই কর্মী। এতে করে প্রশ্ন উঠছে, স্বচ্ছতা নিয়ে মানুষের মধ্যে কতটা সচেতনা রয়েছে? উল্লেখ্য, দূরপাল্লার এই ট্রেনের অপরিচ্ছন্নতার ছবিটি প্রথম টুইট করেছিলেন আইএএস আধিকারিক অবনীশ শরণ। এরপরই সেই ছবি ভাইরাল হয় সোশ্ষাল মিডিয়াতে। (আরও পড়ুন: পড়শি রাজ্যে উদ্ধার ১৬২টি IED, বড় নাশকতার ছক ভেস্তে দিল CRPF)

অপরিচ্ছন্ন বন্দে ভারতের ছবি পোস্ট করে আইএএস আধিকারিক ক্যাপশনে লেখেন, 'উই দ্য পিপল'। তাঁর পোস্ট করা ছবিটিতে দেখা যায়, কামরার ভিতরে নানা দিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্লাস্টিকের বোতল, পলিথিন পড়ে। অবনীশের টুইট করা ছবিটি পরবর্তীতে অনেকেই রিটুইট করেন। প্লাস্টিক নিষিদ্ধ হওয়ার পর কীভাবে বন্দে ভারত এক্সপ্রেসে দেদার ভাবে প্লাস্টিক ও পলিথিন ব্যবহার করা হচ্ছে, তারই প্রমাণ মিলেছে এই ছব থেকে। পাশাপাশি রেলযাত্রীদের অসেচতনতা নিয়ে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন সোশ্ষা মিডিয়ায়।

আইএএস আধিকারিকের টুইটের জবাবে এক নেটিজেন লেখেন, 'আমাদের দেশে সবাই নিজেদের অধিকারটা বোঝে, কিন্তু কেউই কর্তব্য পালনের বিষয়ে মাথা ঘামায় না।' অপর একজন লেখেন, 'আমরা উন্নত প্রযুক্তি এবং পরিকাঠামোর কথা বলি, তবে সেগুলির প্রতি আমরা যত্নশীল নই।' আরও একজন কঠোর সত্যি কথা বলেন, 'দেখে খুব দুঃখ হচ্ছে। কিন্তু যতক্ষণ না আমদের দেশের নাগরিকরা মানসিকতা বদলাবে, ততক্ষণ এই দেশের কোনও উন্নতি হবে না।' এদিকে অন্য একজন নেটিজেন অভিযোগ করেন, সব ট্রেনেই একই দৃশ্য দেখা যায়।

উল্লেখ্য, কিছু দিন আগেই সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেস গন্তব্যে পৌঁছনোর সময় ট্রেন জুড়ে নোংরা পড়ে থাকতে দেখা গিয়েছিল। সে সময় রেলের তরফে যাত্রীদের কাছে ট্রেন এবং প্ল্যাটফর্ম চত্বর পরিষ্কার রাখার অনুরোধ জানানো হয়। এই আবহে এই ছবিটি ভাইরাল হওয়ার পর একবার যাত্রী সচেতনতা নিয়ে প্রশ্ন উঠছে। এই আবহে যাত্রীদের মধ্যে সচেতনা বৃদ্ধির জন্য রেলের তরফেও আবেদন করা হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন