বাংলা নিউজ > ঘরে বাইরে > Chandrashekhar Guruji: ভক্ত সেজে এসে বাস্তুবিশেষজ্ঞ চন্দ্রশেখর গুরুজিকে কুপিয়ে খুন! চরম চাঞ্চল্য কর্ণাটকে

Chandrashekhar Guruji: ভক্ত সেজে এসে বাস্তুবিশেষজ্ঞ চন্দ্রশেখর গুরুজিকে কুপিয়ে খুন! চরম চাঞ্চল্য কর্ণাটকে

কর্ণাটকের হোটেলে খুন বাস্তুবিশেষজ্ঞ চন্দ্রশেখর গুরুজি।

মঙ্গলবার কর্ণাটকের হুব্বলিতে একটি হোটেলে ঢুকে তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে ২ জনকে আটক করেছে পুলিশ।

সরল বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞ হিসাবে খ্যাত স্বঘোষিত গুরু চন্দ্রশেখর আঙ্গাড়ির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কর্ণাটকে। তিনি চন্দ্রশেখর গুরুজি নামে খ্যাত। মঙ্গলবার কর্ণাটকের হুব্বলিতে একটি হোটেলে ঢুকে তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে ২ জনকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, গোটা খুনের ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, দু'জন ব্যক্তি ভক্তের বেশে এসে হুব্বলির ওই হোটেলে প্রবেশ করছে। এরপর হোটেলের রিপেসশন এলাকায় চন্দ্রশেখর গুরুজিকে পর পর কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে ব্যপক তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ কমিশনার লভু রাম। পুলিশ জানিয়েছে, চন্দ্রশেখর গুরুজিকে হোটেলে তাঁর ঘর থেকে বাইরে ডেকে আনা হয়। আর তারপরই হত্যাকাণ্ড চালানো হয়। বদ্রীনাথ ধামের সিংহদ্বারে ফাটল! পদক্ষেপে প্রশাসন

ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি বলেন, ‘চন্দ্রশেখর গুরুজির হত্যাকাণ্ড অত্যন্ত ঘৃণ্য ঘটনা। এই ঘটনা দিনে দুপুরে হয়েছে। আমি পুলিশ কমিশনার লভু রামকে বলেছি যে হত্যাকারীদের ভিডিয়োতে দেখা যাচ্ছে তাদের ধরতে হবে।’ উল্লেখ্য, এই বাস্তুবিশেষজ্ঞ চন্দ্রশেখর গুরুজি জীবনের প্রথমের দিকে ছিলেন কন্ট্র্যাক্টর। পরে তিনি বাস্তুশাস্ত্রে পারদর্শী হতেই জনপ্রিয়তার শিখরে ওঠেন।

 

 

 

 

 

 

 

বন্ধ করুন