বাংলা নিউজ > ঘরে বাইরে > দীর্ঘ ২০ মাস পরে ভারতীয় যান বাহনের জন্য খুলে দেওয়া হল নেপালের দরজা

দীর্ঘ ২০ মাস পরে ভারতীয় যান বাহনের জন্য খুলে দেওয়া হল নেপালের দরজা

ভারতের যানবাহনের জন্য় দরজা খুলে দিলে নেপাল (প্রতীকী ছবি). (AP Photo) (AP)

সূত্রের খবর, ২০২০ সালের ২৩শে মার্চ অতিমারি রুখতে বন্ধ করে দেওয়া হয়েছিল ভারত- নেপাল সীমান্ত।

ফের ভারত নেপাল সীমান্ত দিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্য়োগ। করোনা অতিমারির জেরে ২০২০ সালের মার্চ থেকে বন্ধ ছিল এই রুট। এবার করোনার দাপট কিছুটা কমতেই শুরু হচ্ছে যান চলাচল। উত্তরাখন্ডের বানবাসা থেকে পশ্চিম নেপালের মহেন্দ্রনগরের মধ্যে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। বানবাসার ইমিগ্রেশন চেকপোস্টের ইন চার্জ ইন্দ্র সিং জানিয়েছেন,নেপাল অনুমতি দিয়েছে। বানবাসা ও মহেন্দ্রনগরের মধ্যে ফের যান চলাচল শুরু হয়েছে। এক্ষেত্রে ডবল ডোজের টিকাকরণের ছাড়পত্র দেখাতে হচ্ছে। 

সূত্রের খবর,  ২০২০ সালের ২৩শে মার্চ অতিমারি রুখতে বন্ধ করে দেওয়া হয়েছিল ভারত- নেপাল সীমান্ত। এদিকে পরবর্তী ধাপে করোনার প্রকোপ কিছুটা কমার পর নেপালের নাগরিকদের এদেশে আসার ব্যাপারে ছাড়পত্র দিয়েছিল ভারত সরকার। কিন্তু নেপাল সরকারের তরফে ছাড়পত্র মেলেনি এতদিন। তবে কিছুদিন আগে নেপাল সরকারের তরফে কিছু বিধিনিষেধ মেনে ভারত থেকে নেপালে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল। কিন্তু যান চলাচলে বিধিনিষেধটা থেকেই গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই ছাড়পত্রটাও মিলেছে। তার আগে গত ৩০শে অক্টোবর মহেন্দ্রনগর ও দিল্লির মধ্য়ে বাস সার্ভিস চালু হয়েছিল। এদিকে বানবাসার ব্য়বসায়ীরা সাধারণ যানবাহনের জন্য নেপালের দরজা খোলার জন্য বার বার  দাবি তুলছিলেন। এরপর বুধবার সন্ধ্যা থেকে সেই দরজাও খুলে দিল নেপাল সরকার।

 

বন্ধ করুন