একজন এখনও রাজ্যপাল আছেন। অপরজন সেই পদে একাধিকবার আসীন হয়েছে। এবার উপ-রাষ্ট্রপতি নির্বাচনে সেই দু'জনের মধ্যে লড়াই হতে চলেছে। প্রথমজন তথা জগদীপ ধনখড়কে টেক্কা দিতে মার্গারেট আলভাকে প্রার্থী করল বিরোধীরা।
উপ-রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্ধারণের জন্য রবিবার নয়াদিল্লি এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বাসভবনে বৈঠকে বসেন বিরোধী নেতারা। দুপুর তিনটেয় শুরু হয় বৈঠক। প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে। সেই বৈঠকে যোগ দেন রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, শিবসেনা নেতা সঞ্জয় রাউত-সহ সিপিআইএম নেতা, সমাজবাদী পার্টির মতো নেতারা।
আরও পড়ুন: Jagdeep Dhankhar Meets Amit Shah: উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েই বৈঠকে ধনখড়, মিষ্টি খাইয়ে স্বাগত জানালেন শাহ
সেই বৈঠকের পর পাওয়ার জানান, উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সর্বসম্মতভাবে ১৭ টি দল আলভাকে (বিরোধীদের) প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। সেইসঙ্গে ৮১ বছরের কংগ্রেস নেত্রীকে তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টিও সমর্থন করবে বলে জানিয়েছেন পাওয়ার। তাঁর কথায়, 'মঙ্গলবার আমাদের প্রার্থী মার্গারেট আলভা মনোনয়ন জমা দেবেন।'
এনসিপি সুপ্রিমোর ঘোষণার পর শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত জানান, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়াই করবে বিরোধীরা। তারইমধ্যে আলভা বলেন, ‘ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিরোধীদের যৌথ পদপ্রার্থী হিসেবে নির্বাচিত করায় আমি অত্যন্ত গর্বিত। আমার উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।’
আরও পড়ুন: TMC Attacks Jagdeep Dhankhar:‘রাজ্য সরকারের বিরোধিতার পুরস্কার পেলেন’, বিদায়বেলায় রাজ্যপাল জগদীপ ধনখড়কে কটাক্ষ তৃণমূলের
মার্গারেট আলভা কে?
১) বর্ষীয়ান কংগ্রেস নেত্রী পাঁচবারের সাংসদ ছিলেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন।
২) একাধিকবার রাজ্যপাল হয়েছিলেন। উত্তরাখণ্ড, রাজস্থানের (রাজস্থানেই জন্ম এনডিএ পদপ্রার্থী ধনখড়) মতো রাজ্যের রাজ্যপাল ছিলেন মার্গারেট।