VP Elections 2022: ৭৩% ভোট পেয়ে উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ধনখড়
Updated: 06 Aug 2022, 08:01 PM IST- Vice Presidential Election 2022: ভারতের ১৪ তম উপ-রাষ্ট্রপতি কে হচ্ছেন, জানতে নজর রাখুন লাইভ ব্লগে
Vice Presidential Election 2022 Live Updates: জগদীপ ধনখড় নাকি মার্গারেট আলভা - কে হবেন ভারতের ১৪ তম উপ-রাষ্ট্রপতি? শুরু হল ভাগ্য নির্ধারণের প্রক্রিয়া। সকাল ১০ টা থেকে ভোটগ্রহণ শুরু হল। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলবে। আজই ফলাফল ঘোষণা করা হবে। উপ-রাষ্ট্রপতি নির্বাচনের যাবতীয় টাটকা আপডেটের জন্য নজর রাখুন লাইভ ব্লগে।
লোকসভা জেনারেল সেক্রেটারি উৎপল কে সিং: ৩৪৬ ভোটে জিতেছেন এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়। তাঁর প্রাপ্ত ভোট ৫২৮। মোট ৭২৫ টি ভোট পড়েছিল। ১৫ টি ভোট বাতিল হয়ে গিয়েছে। মার্গারেট আলভা পেয়েছেন ১৮২ টি ভোট। অর্থাৎ ৭৩ শতাংশ ভোট পেয়েছেন ধনখড়।
উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা শুরু হল। ‘ফিনিশিং’ লাইনের দিকে এক পা এগিয়ে আছেন জগদীপ ধনখড়।
প্রত্যেক প্রার্থী কতগুলি প্রথম পছন্দের ভোট পেয়েছেন, সেটা গোনা হয়। তা যোগ করে দুই দিয়ে ভাগ করা হয়। তারপর যোগ করা হয়। নির্বাচনে দাঁড়ানোর জন্য যে কোটার প্রয়োজন হয়। যদি গণনার শেষে সেই কোটার সমান বা তার থেকে বেশি ভোট পান কোনও প্রার্থী, তাহলে তাঁকে জয়ী বলে ঘোষণা করা হয়।
শেষ ভোটগ্রহণ। জগদীন ধনখড় নাকি মার্গারেট আলভা - কে হাসবেন শেষ হাসি, উত্তর মিলবে একটু পরেই।
ভোটদান থেকে বিরত থাকল তৃণমূল কংগ্রেস। তবে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে এলেন তৃণমূলের টিকিটে জেতা শিশির এবং দিব্যেন্দু অধিকারী।
উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
সংসদ ভবনে এলেন বিরোধী প্রার্থী মার্গারেট আলভা। আপাতত সংসদ ভবনে উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে।
সংসদের উভয় কক্ষের (লোকসভা এবং রাজ্যসভা) সদস্যরা উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। রাষ্ট্রপতি নির্বাচনের মতো উপ-রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্য বিধানসভার সদস্যরা ভোট দেন না।
রাজ্যসভা: নির্বাচিত - ২৩৩, মনোনীত - ১২।
লোকসভা: নির্বাচিত - ৫৪৩, মনোনীত - ২।
মোট: ৭৯০।
উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদ ভবনে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। হুইলচেয়ারে বসে ভোট দিতে এলেন।
কারা ভোট দেবেন? সংসদের উভয় কক্ষের (লোকসভা এবং রাজ্যসভা) সদস্যরা উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। রাষ্ট্রপতি নির্বাচনের মতো উপ-রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্য বিধানসভার সদস্যরা ভোট দেন না। – বিস্তারিত পড়ুন এখানে
শনিবারের নির্বাচন কার্যত নিয়মরক্ষার হতে চলেছে। কোনওরকম অঘটন না ঘটলে (সেটাও অবিশ্বাস্য পর্যায়ের) ভারতের নয়া উপ-রাষ্ট্রপতি হতে চলেছেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনখড় – বিস্তারিত পড়ুন এখানে
উপ-রাষ্ট্রপতি নির্বাচনে একেবারে শুরুতেই ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Vice Presidential Election 2022 Live Updates: জগদীপ ধনখড় নাকি মার্গারেট আলভা - কে হবেন ভারতের ১৪ তম উপ-রাষ্ট্রপতি? শুরু হল ভাগ্য নির্ধারণের প্রক্রিয়া। সকাল ১০ টা থেকে ভোটগ্রহণ শুরু হল। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলবে। আজই ফলাফল ঘোষণা করা হবে।