উত্তাল সমুদ্র। দুটি নৌকাকে তাড়া করল রাজস্ব গোয়েন্দা অধিদফতর (DRI) ও উপকূলরক্ষী বাহিনী। আরব সাগরে দুটি ভারতীয় নৌকাকে আটক করা হল। মিলল ২১৮ প্যাকেট হেরোইন। শুক্রবার এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
প্রতিটি প্যাকেটে ১ কিলোগ্রাম করে হেরোইন ছিল বলে জানা গিয়েছে। বিদেশে মাদক দ্রব্যের বাজারে এর আনুমানিক মূল্য প্রায় ১,৫২৬ কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।
গত কয়েক মাস ধরেই এ বিষয়ে খোঁজ রাখছিলেন গোয়েন্দারা। নিশ্চিত হওয়ার পরেই ডিআরআই অভিযান শুরু করে। তারা জানতে পারে যে, দুটি ভারতীয় নৌ-যান তামিলনাড়ুর উপকূল থেকে যাত্রা করবে। তারা বিপুল পরিমাণে মাদক নিয়ে যাবে।
পরিকল্পনা অনুযায়ী, ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (ICG)-র সঙ্গে ডিআরআই-এর একটি যৌথ অভিযান চালায়। শুরু হয় 'অপারেশন খোজবীন'। ৭ মে রওনা দেন তাঁরা।
উত্তাল সমুদ্রে বেশ কয়েকদিন অবিরাম অনুসন্ধান ও পর্যবেক্ষণের পর, দুটি সন্দেহভাজন নৌকা 'প্রিন্স' এবং 'লিটল জিসাস' দেখতে পান তাঁরা। ১৮ মে লাক্ষাদ্বীপ উপকূলে ICG এবং DRI-এর আধিকারিকরা দুই ভারতীয় নৌযান আটক করে।
গত এক মাসে এটি ডিআরআই-এর চতুর্থ সফল অভিযান। এর আগে, ডিআরআই ২০ এপ্রিল কান্দলা বন্দরে ২০৫.৬ কেজি হেরোইন উদ্ধার করেছিল।