বাংলা নিউজ > ঘরে বাইরে > ভারী ভারী ট্রেনের চাকা কীভাবে সাফ করা হয়? দেখালেন রেলকর্মীরা, দেখুন ভিডিয়ো

বিশাল ভারী ট্রেন। তার চাকা কীভাবে পরিষ্কার করা হয়? কখনও এ বিষয়ে ভেবে দেখেছেন? সেই ভিডিয়োই এবার প্রকাশ করল রেল।

কীভাবে সাফ করা হয়?

এক সময়ে পুরোটাই মানুষকে করতে হত। কিন্তু এখন প্রযুক্তি অনেক বেশি উন্নত। যন্ত্রের মাধ্যম এই কাজ করা হয়। ট্রেনের চাকা পরিষ্কারের কাজে কোনও মানুষেরই প্রয়োজন হয় না। শুধুমাত্র যন্ত্র চালনা করলেই হল।

দক্ষিণ-মধ্য রেলের অধীনস্থ তেলাঙ্গানার লাল্লাগুডার ওয়ার্কশপে রয়েছে চাকা পরিষ্কারের হুইল সেট ওয়াশিং প্ল্যান্ট। এই যন্ত্রের মাধ্যমেই ট্রেনের চাকা সাফ-সুতরো করেন রেলকর্মীরা।

দেখে নিন কীভাবে সেই কাজ হয়:

এই যন্ত্রে সুবিধা :

মানুষের মতো যন্ত্রের যে ক্লান্তি নেই, তা বলাই বাহুল্য। তাছাড়া এর ফলে সময়ও অনেক কম লাগে। কাজও সুন্দর হয়। তবে এর অন্যতম দিক হল, যন্ত্রে মাধ্যমে ঠিক যতটুকু প্রয়োজন, ততটুকু জল ব্যবহার করা হয়। এর ফলে জলের অপচয়ও কম হয়।

বন্ধ করুন