বাংলা নিউজ > ঘরে বাইরে > Video: মোনালিসা-তে কেক লেপে দিল যুবক! ঢুকেছিল বৃদ্ধার ছদ্মবেশে

Video: মোনালিসা-তে কেক লেপে দিল যুবক! ঢুকেছিল বৃদ্ধার ছদ্মবেশে

ফাইল ছবি: টুইটার (Twitter)

ভিডিয়োতে দেখা যাচ্ছে যে মোনালিসার উপরে কাঁচে সাদা ক্রিম লেগে আছে। অপরাধীকে নিয়ে যাওয়ার সময়ে তাকে ফরাসি ভাষায় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেও শোনা যায়। কেন ঘটল এমন কাণ্ড?

মোনালিসা-র ছবিতে কেক লেপে দিল যুবক। প্যারিসের ল্যুভ মিউজিয়ামে বৃদ্ধা সেজে ঢুকেছিল ওই দুষ্কৃতী। হুইল চেয়ারে বসে ছবির সামনে এগিয়ে গিয়েছিল সে। এরপর হঠাত্ই উঠে ছবিতে ক্রিম কেক লেপে দেয়। সাদা ক্রিম লেগে থাকা অবস্থায় মোনালিসা প্রতিকৃতির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্যারিসের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হুইলচেয়ারে বয়স্ক মহিলার ছদ্মবেশে ওই ব্যক্তি ঢুকেছিলেন। ফলে তাঁর দেখার সুবিধা করে দিতে সকলে তাঁকে ছবির সামনে এগিয়ে যেতে দেন। সেই সুযোগেই লাফিয়ে উঠে আইকনিক পেইন্টিংয়ের উপর কেক ছুড়ে দেয় সে। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন দর্শকরা।

তবে কি মোনালিসার প্রতিকৃতির ক্ষতি হয়েছে?

চিন্তা নেই। মোনালিসা বিশ্বের সবচেয়ে বিখ্যাত শিল্পকর্ম। লিওনার্দো দ্য ভিঞ্চির এই সৃষ্টি যে এমনি এমনিই সবার নাগালে টাঙানো থাকবে না, তা বলাই বাহুল্য। বুলেটপ্রুফ গ্লাসের আড়ালে টাঙানো থাকে মোনালিসার প্রতিকৃতি। অর্থাত্, কেক-ক্রিম সবই কাঁচের উপর দিয়েই গিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, অপরাধী পরচুলা পরেছিল। প্রথমে সে ডিসপ্লে কেস নষ্ট করার চেষ্টা করে। কিন্তু বুলেটপ্রুফ কাঁচ ভেদ করা কী অতই সহজ! শেষ পর্যন্ত কেকটি কাঁচের প্যানেলের উপরেই লেপে দেন। এরপর আবার গোলাপের পাপড়ি বের করেও ছড়িয়ে দেয় সে। তবে ততক্ষণে ছুটে এসেছেন নিরাপত্তারক্ষীরা। তাকে মাটিতে চেপে ধরা হয়।

ভিডিয়োতে দেখা যাচ্ছে যে মোনালিসার উপরে কাঁচে সাদা ক্রিম লেগে আছে। অপরাধীকে নিয়ে যাওয়ার সময়ে তাকে ফরাসি ভাষায় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেও শোনা যায়।

ফরাসি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তি বলেন, 'কিছু মানুষ পৃথিবীকে ধ্বংস করার চেষ্টা করছে। পৃথিবীর কথা ভাবুন!'

অর্থাত্ অঘটন ঘটিয়ে শিল্প বাদে অন্য কোনও বিষয়ে সাধারণ মানুষের দৃষ্টি টানার চেষ্টা করছিল ওই ব্যক্তি। অর্থাত্ পুরোটাই একটা প্রতিবাদের ভাষামাত্র।

নিরাপত্তার কড়াকড়ি সত্ত্বেও ওই ব্যক্তি কীভাবে ছদ্মবেশ ও কেক নিয়ে প্রবেশ করলেন, তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

পরবর্তী খবর

Latest News

'শুধু অভয়ার জন্য নয়, এই প্রতিবাদ হচ্ছে মমতাদের বিরুদ্ধে, ভুল না শোধরালে…' বিকেলে নয় বরং সকালে করুন শরীরচর্চা, পাবেন ৫টি অবিশ্বাস্য ফলাফল 'গন্ডারের থেকেও মোটা চামড়া, কোনও প্রতিবাদ এই সরকারকে স্পর্শ করে না' ভারতের কোন মাঠের দর্শকরা সবথেকে বেশি নিরপেক্ষ! কী বললেন প্রোটিয়া স্পিনার শামসি কথা হয়েছে ফোনে, ইউনুস- মোদীর মুখোমুখি আলোচনা কবে? কী ভাবছে ভারত- বাংলাদেশ? বয়স মাত্র ৪৮! ঘুমের মধ্যেই প্রয়াত ‘কভি খুশি কভি গম’ খ্যাত অভিনেতা বিকাশ শেঠি এবার কি পদত্যাগ করবেন সুখেন্দু? কী বললেন আরজি কর আবহে বিদ্রোহী হয়ে ওঠা সাংসদ? চুক্তি এখনও বহাল, ঝুলে গেল রাশিয়ার সেনাবাহিনী থেকে ভারতীয়দের মুক্তি প্রক্রিয়া ‘ম্যাসেজ করে সাইজ জানতে চায়…’, অভিযোগে বিদ্ধ জয়জিৎ! ফোনে হেসে ফেলে জবাব দিলেন… আমি ওর খুব বড় ভক্ত- কোহলি, স্মিথ বা রুটের মধ্যে সেরা কে? কাকে বাছলেন উইলিয়ামসন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.